সুর-সারি।
তাঁরা নির্ভীক। দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বছরভর চলে তাঁদের লড়াই। সেই দেশপ্রেমের আনন্দ এ বার নতুন করে ধরা দিল তাঁদের সুরে। পাইপ আর ড্রামের যুগলবন্দিতে প্রিন্সেপ ঘাট মেতে উঠল আর্মি ব্যান্ডের ছন্দে। গাঢ়ওয়াল রাইফেলের ১২ সেনা, অসম রেজিমেন্টের ৫ জন আর বিহার রেজিমেন্টের ৭ জওয়ানের পরিবেশিত এই সুরধারা বয়ে গেল আর্মি ব্যান্ড মেজর ক্ষেম চন্দের সুযোগ্য পরিচালনায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় যৌথ ভূমিকা পালন করল পূর্বাঞ্চলের হেড কোয়ার্টার। সেনাদের বাদ্যের সঙ্গে অনুষ্ঠানটির বাড়তি পাওনা ছিল কলোনেল জে কে সিংহর কবিতা। সেই অনুষ্ঠানের কয়েক ঝলক ধরা দিল উৎপল সরকারের ক্যামেরায়।