নতুন নতুন সব জাদুঘর, মুগ্ধ হয়ে দেখার মতো

ইতিহাস ভালবাসেন? পুরনো দিনের হলুদ হয়ে যাওয়া পাতা উল্টে অতীতের জলছবি দেখতে ভালবাসেন? সময় পেলেই ঘুরতে যেতে ভালবাসেন জাদুঘরে? এই গ্যালারিতে রইল প্রচলিত জাদুঘরের বাইরে নতুন কিছু জাদুঘরের হদিস।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৭:১৮
Share:

মিউসিও দো আমানহা—বিজ্ঞানী লুই আলবার্তো অলিভেইরার মস্তিষ্কপ্রসূত বিজ্ঞানের জাদুঘরটি নির্মিত হয়েছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে। প্রযুক্তিবিদ সান্তিয়াগো কালাত্রাভার তত্ত্বাবধানে তৈরি হয়েছে জাদুঘরটি। পনেরো হাজার স্কোয়ায় মিটার এলাকা জুড়ে তুলে ধরা হয়েছে বিজ্ঞানের নানা কর্মকাণ্ড।

ইতিহাস ভালবাসেন? পুরনো দিনের হলুদ হয়ে যাওয়া পাতা উল্টে অতীতের জলছবি দেখতে ভালবাসেন? সময় পেলেই ঘুরতে যেতে ভালবাসেন জাদুঘরে? এই গ্যালারিতে রইল প্রচলিত জাদুঘরের বাইরে নতুন কিছু জাদুঘরের হদিস। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement