ক্রীড়া সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মার্কিন ফুটবার মায়ান্তি ল্যাঙ্গার। পরে অতিথি অ্যাঙ্কার হিসেবে ফিফায় যোগ দেন। সাফল্যের সেই শুরু।
রোচেল রাও। জন্ম চেন্নাইতে। মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ। আইপিএল সিক্সথ সিজনে তাঁর অ্যাঙ্কারিং মুগ্ধ করেছে দর্শকদের।
কলকাতার মেয়ে অর্চনা বিজয়া। চ্যানেল ‘ভি’-এর সফল অ্যাঙ্কর ভারতের এক সুপারমডেল।
অভিনয়ে তেমন দাগ কাটতে পারেননি। কিন্তু ক্রিকেট অ্যাঙ্কারিংয়ে মহিলাদের আধিপত্য শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। তিনি মন্দিরা বেদি।
অম্বিকা আনন্দ। দিল্লির এই কন্যে বিভিন্ন ফ্যাশন শো পরিচালনা করে জনপ্রিয় হয়েছেন।
বিজনেস নিউজ অ্যাঙ্কার হিসেবে পুরস্কার পেয়েছেন শাইলি চোপড়া।
১৯৯৬-তে ফেমিনা মিস ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছিলেন মিমি মেনন। পরে তিনি সফল অ্যাঙ্কারিং কেরিয়ার গড়ে তোলেন।
সিরিন ভান। জেন ওয়াইয়ের কাছে অ্যাঙ্কার হিসেবে তুমুল জনপ্রিয় তিনি।