ভূতের ভয় সিনেমা হয়

বাঁশ বাগানের মাথার ওপর শুধু চাঁদ নয়, ওই বাগানে ভূতের রাজাও থাকে। বাঙালির এই ভূত-ভূত খেলাটা আজকের নয়। এ চর্চা আমাদের বহুদিনের।

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০০
Share:

ভুতের অবস্থা এবং অবস্থান কী?<br>তাঁরা কি এই কনক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে?<br>এইসব ভূতেদের সমস্যা নিয়েই ২০১২ তে মুক্তি পেয়েছিল অনীক দত্তর সিনেমা ‘ভূতের ভবিস্যত্’।<br>

বাঁশ বাগানের মাথার ওপর শুধু চাঁদ নয়, ওই বাগানে ভূতের রাজাও থাকে। বাঙালির এই ভূত-ভূত খেলাটা আজকের নয়। এ চর্চা আমাদের বহুদিনের।

Advertisement

ভূতদেরও আমরা বাঙালিই বানিয়ে ফেলেছি, বাঙালির প্রিয় মাছ। অতএব ভূতেরাও ‘মেছো’! ছোটবেলায় অনেকেরই শোনা কিছু কথা যেমন “খেয়ে নে নয়ত ভূতে ধরবে” বা “আবার দুষ্টুমি দাড়া, আজ রাতে ভূত আসবে দেখিস” বা “এখানে ভূতের শ্রাদ্ধ হচ্ছে”! এই সব নিয়েই বড় হওয়া আর সেটা বেশ ভূতুড়েই। তবু ভূতের গল্প শোনা চাই। মানে ভয় হোক তবু শুনব।

Advertisement

তাই এ বারের গ্যালারিতে রয়েছে ৮টি বাংলা ভৌতিক সিনেমা যা না দেখলেই নয়। মানে ওই দেখব ভয়ও পাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement