তালিকার একেবারে শেষে রয়েছে সোমালিয়া। দেশের হাল ফেরাতে ১৩০ মিলিয়ন ইউরো সাহায্য করে বিশ্ব ব্যাঙ্ক। <br> কিন্তু সেই টাকারও বেশির ভাগ নয়ছয় হয়েছে বলে দাবি বিশ্বব্যাঙ্কের। ১০০-র মধ্যে মাত্র ৮ নম্বর পেয়েছে এই দেশ।
দুর্নীতি নিয়ে চায়ের কাপে যতই তুফান তুলুন না কেন, দিনকে দিন তা যেন বেড়েই চলেছে। তবে যতই নিজের দেশ নিয়ে যতই নিন্দেমন্দ করুন না কেন, বিশ্ব জুড়ে এমন বহু দেশ আছে যেখানে নীতিবিরোধী কাজকর্মের জন্য নাম ‘কুখ্যাত’। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল এমনই ১০টি দেশের তালিকা তৈরি করেছে। গ্যালারির পাতায় দেখে নেওয়া যাক এমন কয়েকটি দেশ।