অষ্টম স্থানে তাইল্যান্ডের ফুকেট দ্বীপ।
পাহাড়ের গায়ে সার দিয়ে সবুজ গাছের সারি। মাঝে এক টুকরো নীল জল। ছবি দেখলেই মন ছুটে চলে যেতে চায়। ছোট্ট একটা দ্বীপে নির্জনে সময় কাটাতে পারলে আর কী চাই? কিন্তু ইচ্ছা থাকলেও বিদেশের এই সব দ্বীপে ছুটি কাটাতে যেতে পকেট সায় দেয় না অনেক সময়েই। জেনে নিন ২০১৬-র নিরিখে পর্যটকদের বিচারে বিশ্বের সবচেয়ে সস্তা ১০ দ্বীপের ঠিকানা। জনপ্রিয়তা অনুযায়ী সাজানো হল প্রথম থেকে দশম স্থান পর্যন্ত।
আরও পড়ুন: যে ১০ দেশের খাবার বিশ্বে সবচেয়ে জনপ্রিয়