বছর প্রায় শেষের পথে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও চলতি বছরে নজর কেড়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে শাহিদ কপূর, সোনাক্ষী সিন্হা, বিজয় বর্মা এবং রাজকুমার রাওয়ের মতো বলি তারকাদের। দর্শকের বিচারে কোন ওয়েব সিরিজ়গুলি বেশি প্রশংসা কুড়িয়েছে?
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ় তৈরি করে ওটিটি পাড়ায় জনপ্রিয় হয়ে ওঠেন রাজ এবং ডিকে জুটি। চলতি বছরেও ওটিটি পাড়ায় জমজমাট করে রেখেছিলেন তাঁরা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ এবং ডিকের পরিচালনায় অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পায় ‘ফরজ়ি’ ওয়েব সিরিজ়টি। এই সিরিজ়ের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন বলি অভিনেতা শাহিদ কপূর।
শাহিদের পাশাপাশি ‘ফরজ়ি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে। চলতি বছরের সেরা সিরিজ় হিসাবে আইএমডিবি-র তালিকায় নাম লিখিয়েছে ‘ফরজ়ি’।
‘ফরজ়ি’র পর তালিকায় রয়েছে রাজ এবং ডিকে পরিচালিত আরও একটি ওয়েব সিরিজ়। চলতি বছরের অগস্ট মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘গানস অ্যান্ড গুলাবস’।
‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেন বলি অভিনেতা রাজকুমার রাও। দক্ষিণী অভিনেতা দুলকের সলমনকেও এই সিরিজ়ে অভিনয় করতে দেখা যায়।
দর্শকের পছন্দের ওয়েব সিরিজ়ের তালিকায় রয়েছে ‘দ্য নাইট ম্যানেজার’। দীর্ঘ সময় বিরতির পর অভিনয় করতে দেখা গিয়েছে আদিত্য রায় কপূরকে। এই সিরিজ়ে অভিনয় করে যেন কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন আদিত্য।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজ়ে আদিত্যের পাশাপাশি অভিনয় করেন অনিল কপূর, শোভিতা ধুলিপালা এবং তিলোত্তমা সোম।
জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ়ের তালিকায় নাম রয়েছে ‘কোহরা’র। চলতি বছরে জুলাই মাসে নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজ়টি। মুক্তির পর দর্শকের কাছে বহুল প্রশংসা পায় ‘কোহরা’। এই সিরিজ়ে সবীন্দ্র পাল ভিকি, বরুণ সোবতি এবং মণীশ চৌধুরির মতো তারকারা অভিনয় করেন।
২০২০ সালে ‘অসুর’ ওয়েব সিরিজ়ের প্রথম পর্ব দর্শকমন ছুঁয়ে যায়। তিন বছর পর চলতি বছরে এই সিরিজ়ের দ্বিতীয় পর্ব মুক্তি পেলে তা দর্শকের পছন্দের ওয়েব সিরিজ়ের তালিকায় নাম লেখায়।
চলতি বছরের জুন মাসে জিয়ো সিনেমায় মুক্তি পায় ‘অসুর’-এর দ্বিতীয় পর্ব। এই সিরিজ়ে অভিনয় করেন আরশাদ ওয়ারসি, বরুণ সোবতি, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং ঋদ্ধি ডোগরা।
দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ়ের হাত ধরে আত্মপ্রকাশ করেন। মার্চ মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘রানা নায়ডু’।
‘রানা নায়ডু’ ওয়েব সিরিজ়ে রানা দগ্গুবতীর পাশাপাশি অভিনয় করেন বলি অভিনেত্রী সুরভিন চাওলা এবং দক্ষিণী অভিনেতা দগ্গুবতী ভেঙ্কটেশ।
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ়ের তালিকায় নাম লিখিয়েছে ‘দহাড়’। বিজয় বর্মা এবং সোনাক্ষী সিন্হা এই সিরিজ়ে অভিনয় করে প্রশংসা কুড়োন। চলতি বছরের মে মাসে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পায় সিরিজ়টি।
‘দহাড়’-এর পর তালিকায় রয়েছে ‘সাস, বহু অওর ফ্লেমিঙ্গো’। চলতি বছরের মে মাসে ডিজ়নি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিরিজ়টি। এই সিরিজ়ে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, ইশা তলওয়ারের মতো তারকারা।
চলতি বছরের জুন মাসে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘স্কুপ’। করিশ্মা তন্না অভিনীত এই সিরিজ়টি ২০২৩ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় চলতি বছরের এপ্রিল মাসে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পায় ‘জুবিলি’। অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, অদিতি রাও হায়দারির পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিরিজ়ে অভিনয় করেন।