এই গ্রামে ৫০ পেরোলেই পুরুষরা অন্ধ!

একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। ক্রমশ চলে যায় দৃষ্টি। শেষ পর্যন্ত অন্ধত্ব। তখন লাঠিই ভরসা। আর যাঁদের দৃষ্টি তখনও চলে যায়নি তাঁদের কাঁধই ভরসা সেই সব মানুষদের। পেরুর গ্রাম প্যারানের মানুষ ৫০ থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছ।

Advertisement
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ১৭:৫৮
Share:

লাঠিই ভরসা এই গ্রামের পুরুষদের।

একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। ক্রমশ চলে যায় দৃষ্টি। শেষ পর্যন্ত অন্ধত্ব। তখন লাঠিই ভরসা। আর যাঁদের দৃষ্টি তখনও চলে যায়নি তাঁদের কাঁধই ভরসা সেই সব মানুষদের। পেরুর গ্রাম প্যারানের মানুষ ৫০ থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বিশেষ করে এই গ্রামের পুরুষরা বেশি অন্ধত্বের শিকার হন। এই রোগ জন্মগত। কিন্তু কেউ জানে না কেন এমন হয়। চিকিৎসা পৌঁছয় না এই গ্রামে। সব রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো পেরুর এই পাহাড়ি গ্রামের যন্ত্রণার জীবন যাত্রা ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারে। ছবিতে সেই পাহাড়ির গ্রামের মানুষের কাহিনী।

Advertisement

আরও গ্যালারি: বিশ্বের ভয়ঙ্কর জীবন্ত আগ্নেয়গিরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement