Dog Perfume

বোতলে সোনার পাত, চন্দনের সঙ্গে কস্তুরীর সুবাস! তৈরি হল কুকুরের জন্য সুগন্ধি, কত দাম?

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ধনকুবের পোশাকশিল্পী ডমেনিকো ডলসের পোষ্য ফেফের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুগন্ধিটি নির্মাণ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১১:৫৬
Share:
০১ ১২

শুধু মানুষ নয়, এখন থেকে তাঁদের পোষ্যেরাও বিলাসিতার আনন্দ উপভোগ করতে পারবে। কুকুরদের জন্যও তৈরি করা হয়েছে এক ধরনের সুগন্ধি। ইটালির একটি সংস্থা এই সুগন্ধিটি তৈরি করেছে।

০২ ১২

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ধনকুবের পোশাকশিল্পী ডমেনিকো ডলসের পোষ্য ফেফের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুগন্ধিটি নির্মাণ করা হয়েছে।

Advertisement
০৩ ১২

তবে সুগন্ধিটি কুকুর ছাড়া অন্য কোনও প্রাণীর ব্যবহারের উপযোগী নয়। এই সুগন্ধি সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত।

০৪ ১২

কুকুরের গায়ে সুগন্ধিটি ছড়িয়ে দিলে চন্দনকাঠের পাশাপাশি কস্তুরীর সুবাস পাওয়া যায়। তা ছাড়া ল্যাং ল্যাং ফুলের সুগন্ধও এই তরল থেকে পাওয়া যায়।

০৫ ১২

ল্যাং ল্যাং নামের গাছটি মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশে পাওয়া যায়।

০৬ ১২

ভারতীয় মুদ্রায় এই সুগন্ধির মূল্য ন’হাজার টাকা। কী এমন রয়েছে পোষ্যের সুগন্ধিতে?

০৭ ১২

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, সুগন্ধিটি যে বোতলে রাখা হবে তা আকর্ষণীয়। সবুজ রঙের কাচের বোতলটি লাল রঙের ধাতব ঢাকনা দিয়ে বন্ধ করা।

০৮ ১২

সুগন্ধির ১০০ মিলিলিটারের বোতলের সামনে রয়েছে ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরি একটি পাতলা পাত। সোনার পাতটি কুকুরের পায়ের তলার আকৃতিতে তৈরি।

০৯ ১২

তবে মানুষ শরীরে যে ভাবে সুগন্ধি মাখে, সে পদ্ধতিতে সরাসরি কুকুরদের গায়ে এই সুগন্ধি মাখানো যাবে না। এই সুগন্ধি প্রয়োগের জন্য রয়েছে বিশেষ নিয়ম।

১০ ১২

যিনি পোষ্যের গায়ে সুগন্ধি ছড়িয়ে দিতে চান, পোষ্যের আগে তাঁকে সেই সুগন্ধি মাখতে হবে। হাতে কিছুটা সুগন্ধি মাখিয়ে তার পর পোষ্যের গায়ে মাখাতে হবে সেটি।

১১ ১২

তবে পোষ্যের শরীরে যেখানে যেমন খুশি এই সুগন্ধি মাখানো যাবে না। বিশেষ জায়গায় ছড়িয়ে দিতে হবে।

১২ ১২

পোষ্যের শরীরের মাঝের অংশ বরাবর সেই সুগন্ধি প্রথমে মাখাতে হবে। তার পর ধীরে ধীরে লেজ বরাবর মাখিয়ে দিতে হবে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement