বিরাট কোহালি: স্মিথের মতোই ৪১টি টেস্ট খেলেছন ভারতীয় টেস্ট অধিনায়ক। করেছেন ৩ হাজার রান। ইদানিং যে ফর্মে তিনি আছেন, তাতে এই ক্লাবে ঢোকার লিস্টে তাঁকে রাখা যেতেই পারে।
একটা সময় ছিল, টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করার যে সম্ভব, তা কেউ ভাবতেই পারত না। দশ হাজারের গণ্ডি প্রথম পার করেন সুনীল গাওস্কর। এর পর দশ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন অনেক তারকা ব্যাটসম্যানই। ১৫ হাজার ৯২১ রানের পুঁজি নিয়ে শীর্ষে রয়েছেন অবশ্যই সচিন রমেশ তেন্ডুলকর। সম্প্রতি সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসাবে সচিনের ১০ হাজার রানের রেকর্ড টপকেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যালিয়েস্টার কুক। সচিনের সর্বাধিক টেস্ট রানের রেকর্ড ভেঙে ফেলার প্রধান ‘দাবিদার’ হিসাবে আপাতত তাঁকেই এক নম্বরে রাখছে ক্রিকেটমহল। তবে কুক একা নয়, এই মুহূর্তে আরও বেশ কয়েক জন ব্যাটসম্যান আছেন যাঁরা যে কোনও মুহূর্তে ১০ হাজারের অভিজাত ক্লাবে ঢুকে পড়তে পারেন। এমনকী ভেঙে ফেলতে পারেন সচিনের রেকর্ডও। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কয়েক জন ব্যাটসম্যানকে।
আরও পড়ুন:
পেশা বদলে ক্রিকেটকে বেছে নিয়েছেন যাঁরা