বলিপাড়ায় সামনের বছরে বিয়ের সানাই বেজে উঠল বলে। সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী খুব তাড়াতাড়ি চারহাত এক করতে চলেছেন। এমনই কানাঘুষো চলছে টিনসেল নগরীতে। কিন্তু এর মাঝেই বলিপাড়ায় এখন প্রবল আলোচনা একটি ছবিকে ঘিরে। কপালে টিপ, চোখে কাজল, চুল বিনুনি করে বাঁধা— একটি মেয়ের সাদা কালো ছবি। কে এই নবাগতা অভিনেত্রী?
দীর্ঘ ন’বছর পর বলিপাড়ায় পরিচালক হিসাবে ফিরে আসছেন রাজকুমার সন্তোষী। ‘ঘায়েল’, ‘দামিনী’, ‘আন্দাজ অপনা অপনা’, ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’, ‘অজব প্রেম কি গজব কহানি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’র মতো বাণিজ্যিক ভাবে সফল ছবি তৈরি করেছিলেন তিনি।
২০২৩ সালে ‘গান্ধী গডসে এক যুদ্ধ’ নামের একটি ছবি নিয়ে বড় পর্দায় আবার আসছেন জাতীয় পুরস্কারজয়ী রাজকুমার। তাঁর সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন পরিচালকের মেয়ে তনিশা। এই তনিশাকেই অনেকে কিয়ারার সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
তারকা-কন্যা হয়েও এত দিন আলোর রোশনাই থেকে দূরে ছিলেন তনিশা। পাপারাৎজ়ির ক্যামেরার লেন্সেও খুব একটা ধরা পড়তেন না তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বহু দিন ‘প্রাইভেট’ করে রেখেছিলেন।
অভিনয় জগতে আসতে চলেছেন বলে সম্প্রতি নিজের পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘পাবলিক’ করে দিয়েছেন তনিশা। কেরিয়ারে হাতেখড়ি হয়েছে বলেই হয়তো সমাজমাধ্যমে নিজের অনুরাগী মহল তৈরি করতে চাইছেন রাজকুমার-কন্যা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভোল পরিবর্তনের পর বলি-তারকারাও তনিশাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে তনিশা তাঁর ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি তাঁর জীবনের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চলেছেন।
তনিশাকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছেন জাহ্নবী কপূর। তনিশার উদ্দেশে অভিনেত্রী লিখেছিলেন, ‘‘আমার প্রিয় বান্ধবী, আমার জীবনের প্রিয় মানুষ। আমার পরিচিতদের মধ্যে সবচেয়ে বেশি মজা করতে ভালবাসে এই মেয়েটি। জীবনে এক নতুন এবং বিশেষ যাত্রা শুরু করতে চলেছে ও। সকলে ওকে প্রচুর ভালবাসা এবং শুভেচ্ছা দেবেন। নতুন কিছু আসতে চলেছে।’’
তনিশাকে শুধুমাত্র শ্রীদেবীর বড় মেয়েই শুভেচ্ছা জানাননি। তাঁকে শুভেচ্ছাবার্তা জানাতে ভিড় করেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির অন্য তারকারাও।
শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূর, আলিয়া কশ্যপ থেকে জিবরান খান... অনেকেই তনিশাকে তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
পরিচালক শরন শর্মা শুভেচ্ছাবার্তা জানিয়ে বলেছেন, ‘‘তোমার কাজ দেখার জন্য অপেক্ষা করছি।’’ অভিনেতা বর্ধন পুরী জানিয়েছেন, তনিশা যে নতুন ছবিতে কাজ করেছেন, তার কয়েকটি ঝলক দেখেছেন তিনি। অভিনেতা বলেন, ‘‘তোমার বাবার সৌজন্যেই তোমার অভিনয় দেখার সুযোগ হয়েছে। নতুন ছবিতে তুমি দুর্দান্ত কাজ করেছ।’’
নেটব্যবহারকারীদের অনেকেই তনিশাকে তুলনা করছেন কিয়ারার সঙ্গে। অনেকেই বড় পর্দায় পরিচালক-কন্যার কাজ দেখতে উৎসাহী। ছবির প্রথম ঝলক প্রকাশ না পেতেই চর্চায় চলে এসেছেন তনিশা।
ইনস্টাগ্রামে প্রোফাইল ‘পাবলিক’ করার সঙ্গে সঙ্গেই তনিশার অনুরাগী সংখ্যা ত্রিশ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
মহাত্মা গান্ধীর সঙ্গে নাথুরাম গডসের মতাদর্শগত লড়াই নিয়েই তৈরি হয়েছে ‘গান্ধী গডসে এক যুদ্ধ’।
১৯৪৮ সালে ৩০ জানুয়ারি যদি নাথুরামের হাতে গান্ধীজি মারা না যেতেন, তবে ইতিহাস কোন পথে মোড় নিত তার উপর ভিত্তি করেই এই ‘ফিকশনাল পিরিয়়ড ড্রামা’ ঘরানার ছবিটি বানানো হয়েছে।
ছবিতে নাট্যজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিনয়ের সুযোগ দিয়েছেন পরিচালক রাজকুমার। বলিউডের নামকরা তারকাদের ‘গান্ধী গডসে এক যুদ্ধ’ ছবিতে দেখা যাবে না। তবে, পরিচালক-কন্যা এই ছবিতে কেমন অভিনয় করেন সে দিকে বিশেষ নজর থাকবে দর্শকের।