আজ বাদে কাল দোল। হাতে আর বেশি সময় নেই। চলছে লাস্ট মিনিটের প্রস্তুতি। বাজার থেকে হরেক রকমের রং, সুগন্ধি আবির আনার কাজও শেষ। ঠাণ্ডাই আর লাড্ডু মাস্ট। অতিথিদের শেষ মুহূর্তের ফোন করাও ইতিমধ্যেই শেষ। মনও তৈরি দোলের আনন্দে ভেসে যাওয়ার জন্য। এত আনন্দের মধ্যেও কোথায় যেন একটু চিন্তার ভাঁজ আপনার কপালে! দোলের উৎসবে মাততে গিয়ে রাসায়নিক রং আর বাজার চলতি ভেজাল আবিরে ত্বকের সর্বনাশ। এই ভাবনা কোথায় যেন আপনার রং খেলার আনন্দকে পুরো মাটি করে দেয়। অন্যান্য বিষয়ের পাশাপাশি আগে থেকেই ত্বকেরও যত্ন নিন। আজ কাল রঙের মধ্যে অ্যাসিড, কাচের গুঁড়়ো ও ক্ষারের মতো ক্ষতিকারক উপকরণ থাকার ফলে রং খেলার পর ত্বক ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চুটিয়ে রং খেলার পরেও আপনার ত্বককে সতেজ রাখতে আগে থেকেই কিছু সাবধানতা অবলম্বন করুন। দেখে নিন রং খেলার আগে কী ভাবে ত্বকের যত্ন নেবেন।
আরও গ্যালারি
হোলির পার্টির ৮ মেক আপ টিপ্স