গরম পড়লেই একটি পলের কথা খুব মনে পড়ে। তরমুজ। জলে পরিপূর্ণ। খেতে মিষ্টি। গরমের জন্য এমন ফলের বিকল্প আর কোথায়! তরমুজ খেতে কে না ভালবাসে। তবে খেতে ভাল বলে বা তৃপ্তিদায়ক বলে বেশি খাওয়াটা কখনওই ঠিক নয়। তরমুজ বেশি খেলে কী কী ক্ষতি হতে পারে দেখে নিন এ গ্যালারিতে।
আরও দেখুন
ওয়ার্ক আউটের পর এই ৮ খাবার ভুলেও খাবেন না