Tiger Woods

Golfer-Stripper: পেশায় গল্ফার, পরিচিতি ‘স্ট্রিপার’ হিসেবে, কে এই পেইজে স্পিরানাচ?

ইনস্টাগ্রামে পেইজে স্পিরানাচের অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। বিশ্বের অন্যতম সেরা গল্ফার টাইগার উডসেরও এত অনুরাগী নেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৭:৫৬
Share:
০১ ১০

পেশায় গল্ফার। কিন্তু তাঁর গ্ল্যামারের ছটা এবং খোলামেলা পোশাকের জন্য তিনি বেশি পরিচিত এবং জনপ্রিয়।

০২ ১০

পেশাদার গল্ফে একটি মাত্র খেতাব জেতা আমেরিকার পেইজে রেনি স্পিরানাচকে সম্প্রতি তার জন্য সমালোচিতও হতে হয়েছে।

Advertisement
০৩ ১০

ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। বিশ্বের অন্যতম সেরা গল্ফার টাইগার উডসেরও এত অনুরাগী নেই।

০৪ ১০

নেটমাধ্যমে কখনও তাঁর সম্পর্কে লেখা হয়েছে ‘স্ট্রিপার’, কখনও তিনি ‘পর্ন’।

০৫ ১০

কিছু দিন আগে ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়েছেন। তার জন্য টিটকিরির শেষ নেই।

০৬ ১০

তাতে কিছু যাচ্ছে-আসছে না স্পিরানাচের। বলেছেন, নেতিবাচক মন্তব্যে তিনি কান দেন না।

০৭ ১০

বলেছেন, ‘‘আমি এ সবে কিছু মনে করি না। আমি নিজের শরীর ভালবাসি। এটা তো আমারই অংশ। আসলে আমার মনে হয়, যাঁরা আমার ছবি দেখে দুঃখ পেয়েছেন, বিশেষ করে গল্ফের লোকজন, তাঁরা বড় সেকেলে।’’

০৮ ১০

স্পিরানাচের আরও বক্তব্য, ‘‘কলারওলা জামা না পরলেই শুনতে হয়, আমি স্ট্রিপার, পর্নেগ্রাফিক কাজকর্ম করছি।’’

০৯ ১০

কথা শুনতে হত ছোটবেলা থেকে। ২৮ বছরের স্পিরানাচ বলেন, ‘‘যখন জুনিয়র গল্ফ খেলতাম, তখন থেকে আমেরিকান জুনিয়র গল্ফ অ্যাসোসিয়েশন ট্যুরে আমাকে দেখলেই নানা কথা উঠত। কারণ, আমার স্কার্ট নাকি একটু বেশিই ছোট থাকত।’’

১০ ১০

শেষে তাঁর সংযোজন, ‘‘আমি তো আর টাকা রোজগারের জন্য এরকম পোশাক পরছি, তা নয়। আবারও বলছি, আমার এ রকম পোশাক পরতে ভাল লাগে। স্বচ্ছন্দ বোধ করি। তাই পরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement