TV Actress

কেউ ১৫ হাজার তো কেউ ৫ লক্ষ! ছোট পর্দার অভিনেত্রীদের প্রথম আয় বিশ্বাস করাই কঠিন

উপার্জনের দিক দিয়ে কোনও অংশে পিছিয়ে নেই টেলিপাড়ার অভিনেত্রীরা। প্রতি মাসে কোটি কোটি টাকা পারিশ্রমিক পান তাঁরা। কিন্তু তাঁদের অনেকেরই কেরিয়ারে প্রথম আয় বেশ কম ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৭:০১
Share:
০১ ১৪

শ্বেতা তিওয়ারি থেকে শেহনাজ গিল— বলিপাড়ার অভিনেত্রীদের ক্রমাগত টেক্কা দিয়ে চলেন ছোট পর্দার নায়িকারা। উপার্জনের দিক থেকেও কোনও অংশে পিছিয়ে নেই তাঁরা। মাস প্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক পান তাঁরা। কিন্তু তাঁদের কেরিয়ারে প্রথম আয় বেশ কম ছিল। কেমন ছিল তাঁদের আয়?

০২ ১৪

‘নাগিন’ হিন্দি ধারাবাহিকের ষষ্ঠ পর্বে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তেজস্বী প্রকাশ। প্রতি পর্বে অভিনয়ের জন্য দু’লক্ষ টাকা পারিশ্রমিক পান তিনি।

Advertisement
০৩ ১৪

দশ বছর আগে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তেজস্বী। সেই সময় হিন্দি ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয় করে মাত্র ২৫ হাজার টাকা পেতেন তিনি।

০৪ ১৪

বর্তমানে কেরিয়ারের শিখরে রয়েছেন তেজস্বী। অডি ব্র্যান্ডের কিউ৭ মডেলের গাড়ি কিনেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই গাড়িটির দাম ৮০ লক্ষ টাকা।

০৫ ১৪

২০১৫ সালে মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন শেহনাজ কউর গিল। বিভিন্ন মিউজ়িক ভিডিয়োতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৬ সালে প্রথম অ্যালবামে অভিনয়ের জন্য ৭০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

০৬ ১৪

‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের ১৩তম পর্বে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেন শেহনাজ। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৯ কোটি টাকা।

০৭ ১৪

এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সলমন খান এবং পূজা হেগড়ের মতো তারকার সঙ্গে অভিনয় করতে দেখা যায় শেহনাজকে।

০৮ ১৪

বর্তমানে শেহনাজের বার্ষিক আয় ৩ কোটি টাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বিজ্ঞাপনে অভিনয় করার জন্য ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক আদায় করেন শেহনাজ।

০৯ ১৪

রূপালি গঙ্গোপাধ্যায় টেলিভিশন জগতের পরিচিত মুখ। সাত বছর বয়সেই অভিনয় শুরু করেছিলেন তিনি। বড় পর্দায় কাজ শুরু করলেও ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

১০ ১৪

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন রূপালি। ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী বর্তমানে প্রতি পর্বে অভিনয়ের জন্য ৩ লক্ষ টাকা পারিশ্রমিক পান।

১১ ১৪

প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন রূপালি। তবে, কেরিয়ারের গোড়ায় এই পরিমাণ পারিশ্রমিক পেতেন না তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেরিয়ারের শুরুতে দিন প্রতি ১৫ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি।

১২ ১৪

একতা কপূরের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তোলেন শ্বেতা তিওয়ারি। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি শ্বেতাকে। একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে যান তিনি।

১৩ ১৪

খুব কম সময়ের মধ্যে নিজস্ব অনুরাগী মহলও তৈরি করে ফেলেন শ্বেতা। প্রথম পারিশ্রমিক হিসাবে পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।

১৪ ১৪

বর্তমানে ধারাবাহিকে প্রতি পর্বে অভিনয়ের জন্য তিন লক্ষ টাকা আয় করেন শ্বেতা। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর বার্ষিক উপার্জন ১০ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement