বাড়ির পুজো

এই বাড়ির পুজো কিন্তু বেশি পুরনো নয়। দেশভাগের আগে বাড়িতে দুর্গাপুজোর রীতি থাকলেও দেশভাগের পর রিফিউজি পরিবারে বন্ধ হয়ে যায় পুজো। মাত্র কয়েক বছর আগে আবার নতুন উদ্যমে শুরু হয়েছে রায় বাড়ির দুর্গাপুজো। কয়েক শতকের ইতিহাসের সাক্ষ্য বহন করা বনেদি বাড়ির পুজোগুলোর মাঝে এই পুজো একেবারেই নবীন। কলকাতার উপকণ্ঠে রায় বাড়ির পুজোর পৌরহিত্য করেন অমৃতানন্দ রামকৃষ্ণ তপোবন আশ্রমের শান্তি মহারাজ। রইল পুজোর কিছু ঝলক।

Advertisement
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৫ ১৫:০৮
Share:

এই বাড়ির পুজো কিন্তু বেশি পুরনো নয়। দেশ ভাগের আগে বাড়িতে দুর্গাপুজোর রীতি থাকলেও দেশ ভাগের পর রিফিউজি পরিবারে বন্ধ হয়ে যায় পুজো। মাত্র কয়েক বছর আগে আবার নতুন উদ্যমে শুরু হয়েছে রায় বাড়ির দুর্গাপুজো। কয়েক শতকের ইতিহাসের সাক্ষ্য বহন করা বনেদি বাড়ির পুজোগুলোর মাঝে এই পুজো একেবারেই নবীন। কলকাতার উপকণ্ঠে রায় বাড়ির পুজোর পৌরহিত্য করেন অমৃতানন্দ রামকৃষ্ণ তপোবন আশ্রমের শান্তি মহারাজ। রইল পুজোর কিছু ঝলক।

Advertisement

ছবি: গৌরব রায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement