Dubai Princess

‘রূপ কী রানি’! সৌন্দর্যে যে কোনও বলি নায়িকাকে টেক্কা দিতে পারেন এই রাজকুমারী

বিয়ে হল দুবাইয়ের রাজকুমারীর। তাঁর রূপের ছটায় মোহিত সকলে। সমাজমাধ্যমে বরাবরই চর্চায় থাকেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৪৮
Share:
০১ ১৫

রুপোলি পর্দার নন, তিনি বাস্তবের রানি। তবুও তাঁর জনপ্রিয়তা কোনও চলচ্চিত্র তারকার থেকে কম নয়! তিনি সুন্দরী তো বটেই। সেই সঙ্গে তাঁর চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তিনি মোটেই কোনও সাধারণ কন্যা নন। তিনি রাজকন্যা। সমাজমাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই।

ছবি সংগৃহীত।

০২ ১৫

কে এই রাজকুমারী? যাঁর রূপের ছটায় মোহিত সকলে। তিনি হলেন শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সকলে তাঁকে শেখ মাহরা নামেই চেনেন।

ছবি সংগৃহীত।

Advertisement
০৩ ১৫

দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা। সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা তিনি।

ছবি সংগৃহীত।

০৪ ১৫

সম্প্রতি বিয়ে হয়েছে রাজকুমারীর। মাহরার বিয়ের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

ছবি সংগৃহীত।

০৫ ১৫

১৯৯৪ সালে দুবাইয়ে জন্ম মাহরার। রাজকুমারী তিনি। ফলে ছোট থেকেই রাজঘরানায় বড় হয়ে ওঠা তাঁর।

ছবি সংগৃহীত।

০৬ ১৫

ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। এই বিষয়ে তাঁর ডিগ্রিও রয়েছে।

ছবি সংগৃহীত।

০৭ ১৫

রাজকুমারী বলে কথা! মাহরা যে সব সময় প্রচারের আলোয় থাকবেন, সেটাই স্বাভাবিক। এর ব্যতিক্রমও ঘটেনি। দুবাইয়ে কোথাও গয়নার বিপণীর উদ্বোধন হোক কিংবা কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান— সর্বত্রই ঝলমলে উপস্থিতি মাহরার।

ছবি সংগৃহীত।

০৮ ১৫

রুপোলি পর্দার তথাকথিত নায়িকাদের মতোই বেশ ফ্যাশনিস্তা মাহরা। বিভিন্ন ধরনের পোশাকে প্রায়শই নিজেকে মেলে ধরেন এই রাজকুমারী।

ছবি সংগৃহীত।

০৯ ১৫

ইনস্টাগ্রামে মাহরার নানা অবতারের ছবিতে মজে তাঁর অনুরাগীরা। দেখে মনে হবে যেন, কোনও মডেল। ইনস্টাগ্রামে ১ লক্ষেরও বেশি অনুরাগী তাঁর।

ছবি সংগৃহীত।

১০ ১৫

ঘোড়ার প্রতি মাহরার প্রেমও নজর কেড়েছে সমাজমাধ্যমে। তাঁর বাবার মতোই ঘোড়া ভালবাসেন মাহরা। আর এর আভাস পাওয়া গিয়েছে ইনস্টাগ্রামে। ঘোড়ার সঙ্গে মাহরার বিভিন্ন ছবি দেখা গিয়েছে।

ছবি সংগৃহীত।

১১ ১৫

সমাজসেবাতেও যুক্ত মাহরা। দুবাইয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। বরাবরই দুঃস্থদের পাশে থাকেন তিনি।

ছবি সংগৃহীত।

১২ ১৫

নারীদের ক্ষমতায়ন, পরিবেশরক্ষার মতো বিষয় নিয়ে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে মাহরাকে।

ছবি সংগৃহীত।

১৩ ১৫

সম্প্রতি বিয়ে করেছেন এই রাজকুমারী। যা এই মুহূর্তে দুবাইয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাহরার স্বামীর নাম শেখ মানা বিন মহম্মদ বিন মামা আল মাকতুম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি।

ছবি সংগৃহীত।

১৪ ১৫

সংযুক্ত আরব আমিরশাহিতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু সফল উদ্যোগের সঙ্গে যুক্ত মাহরার স্বামী।

ছবি সংগৃহীত।

১৫ ১৫

মাহরার মতো শেখ মানারও ঘোড়ার শখ। এর আভাস পাওয়া গিয়েছে ইনস্টাগ্রামে। পাশাপাশি ফুটবলের ভক্ত তিনি।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement