‘হাচি’-র কথা মনে পড়ে? কাজে যাওয়ার সময় নিয়মিত মুখে পার্কারের সঙ্গে রেলস্টেশন অবধি যেত। এমনকি, বিকেলের ফিরতি ট্রেনে তার মালিক কখন স্টেশনে নামবেন, সেই অপেক্ষায় রোজ স্টেশনের সামনে বসে থাকত হাচি।
সিনেমার গল্প নয়। এই ঘটনা সত্যিই। কিন্তু বাস্তব কি সব সময় এত সুন্দর, আবেগময় হয়? হাচি ও পার্কারের মতো বন্ধুত্বের সম্পর্ক কি সত্যি সত্যিই চারপেয়ে ও মানুষের মধ্যে গড়ে ওঠে?
মেক্সিকো শহর। এক পোষ্য কুকুর ১০০ কিলোমিটার দৌড়ে তার মালিকের সঙ্গে দেখা করতে যায়। তবে ভালবাসার টানে নয়, মালিককে কামড় দিতে।
২০১৮ সালের ঘটনা। সান্তিয়াগো মার্তিনেজ নামে এক মেক্সিকোর নাগরিক ঘুরতে যাবেন বলে তাঁর পোষ্যকে মাঝপথে ছেড়ে চলে আসেন।
গোল্ডেন রিট্রিভারটি কিছু ক্ষণ একা থাকার পর সান্তিয়াগোর খোঁজে বেরিয়ে পড়ে।
টানা ন’দিন ধরে সে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা পার করে একটি সমুদ্রসৈকতে এসে পৌঁছয়।
সেখানেই সান্তিয়াগোর দেখা মেলে। ঘুরতে এসে আনন্দে আত্মহারা সান্তিয়াগো। কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন, সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছে তাঁর পোষ্য।
কুকুরটিকে ছেড়ে এসে খুব ভুল করেছেন তিনি, ভেবে কুকুরটিকে জড়িয়ে ধরবেন বলে ছুটে আসেন সান্তিয়াগো।
কিন্তু কুকুরটিকে জড়িয়ে ধরতেই চিৎকার করে ওঠেন সান্তিয়াগো। তাকে এ ভাবে ছেড়ে গিয়েছে বলে সান্তিয়াগোর গায়ে কামড় বসিয়ে দেয় কুকুরটি।
কামড়ানোর পর সান্তিয়াগোর কোল ছাড়িয়ে ফিরে যায় সেই গোল্ডেন রিট্রিভার। জানা যায়, পরে তাকে অন্য একটি পরিবার নিজেদের কাছে নিয়ে রাখেন।
কিন্তু অনেকের মতে, এই ঘটনা সত্য নয়। একটি ওয়েবসাইটে বিনোদনের জন্য মনগড়া কাহিনি লেখা হয়েছিল।