এমআই-২৫ নিয়ে বিমানবাহিনী এত আত্মবিশ্বাসী কেন? জেনে নেওয়া যাক সংক্ষেপে:
১. রাশিয়ায় তৈরি এমআই-২৫ কপ্টার এত রকমের কাজে ব্যবহার করা যায়, যে ন্যাটো বাহিনীর হাতে থাকা অত্যাধুনিক কপ্টারের পক্ষেও এর সঙ্গে এঁটে ওঠা মুশকিল। সামরিক কপ্টার সাধারণত দু’ধরনের হয়। একটি হল হামলা চালানোর জন্য। অন্যটি সেনা জওয়ানদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। এমআই-২৫ দু’টি কাজই করতে পারে।
২. আমেরিকার হাতে থাকা বেল ইউএইচ-১এস হেলিকপ্টারও আক্রমণ ও পরিবহন, দু’টি কাজেই লাগে। কিন্তু এক সঙ্গে দু’টি কাজ ওই মার্কিন কপ্টারও করতে পারে না। আক্রমণের সময়ে বাহিনী নিয়ে যাওয়ায় অক্ষম আমেরিকার ওই কপ্টার। কিন্তু এমআই-২৫ আক্রমণ চালানোর সঙ্গেই ৮জন সৈনিককে বহন করতে সক্ষম।
আরও পড়ুন:
কাবুলকে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ দিয়েছে দিল্লি, বিপদের মেঘ দেখছে পাকিস্তান
৩. হেলিকপ্টার গানশিপ এবং অ্যাটাক হেলিকপ্টার— এই দুই ভূমিকাতেই কাজ করতে পারে এমআই-২৫। অর্থাৎ মেশিনগান থেকে গুলি চালাতে পারে। আবার, বোমা বর্ষণ, অটোম্যাটিক ক্যানন থেকে গোলাবর্ষণ, রকেট হামলা চালানো এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল নিয়ে আক্রমণও করতে পারে এই ‘উড়ন্ত ট্যাঙ্ক।’