স্বপ্ন ছিল বড় মাপের অভিনেতা হওয়ার। বিলাসবহুল বাড়িতে থাকার ইচ্ছাও কম ছিল না। স্বপ্নের সেইপ্রাসাদ তৈরির জন্য বি গ্রেড এবং সি গ্রেড ছবিতে অভিনয় করতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বলি অভিনেতা কিরণ কুমার।
হিন্দি, ভোজপুরি এবং গুজরাতি টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করে নিজের কেরিয়ার গড়ে তোলেন কিরণ। ষাটের দশক থেকেই অভিনয় করছেন তিনি। ঝুলিতে রয়েছে ‘খুদগর্জ’, ‘তেজাব’ এবং ‘খুদা গাওয়াহ’র মতো সফল হিন্দি ছবি। কিন্তু স্বপ্নপূরণের জন্য ‘বি’ এবং ‘সি’ গ্রেডের উপর কেন ভরসা করতে হল কিরণকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ জানান, তাঁর কেরিয়ারে এমন একটি মুহূর্ত এসেছিল যখন তিনি তেমন কাজ পাচ্ছিলেন না। অন্য দিকে সেই সময় তিনি নিজের বাড়ি তৈরির স্বপ্নও বুনে ফেলেছিলেন।
কিরণ বলেন, ‘‘আমার জীবনে কয়েক বছর খুব খারাপ কেটেছে। ভাল ছবিতে কাজ পাচ্ছিলাম না। বাড়ি তৈরির জন্য টাকাও প্রয়োজন ছিল।’’
ভাল মানের ছবিতে অভিনয়ের অপেক্ষায় দিন না গুনে ‘বি গ্রেড’ এবং ‘সি গ্রেড’ ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন কিরণ।
সাক্ষাৎকারে কিরণ জানান, স্ত্রীর কাছ থেকে মনের কথা লুকিয়ে রাখতেন তিনি। কিরণ বলেন, ‘‘আমার খুব মন খারাপ হলে সে কথাও স্ত্রীকে বলতাম না। ওকে কিছু বুঝতেই দিতাম না আমি।’’
কিরণ বলেন, ‘‘আমি যখন রোজ টাকাভর্তি খাম নিয়ে বাড়ি ঢুকতাম তখন আমার হৃদয় ভেঙেচুরে যেত। কিন্তু স্ত্রীকে কোনও দিন তা বুঝতে দিইনি। মুখে হাসি নিয়েই ওর হাতে দিনের শেষে খাম তুলে দিতাম।’’
কিরণের বাড়িতে মোট ১১টি থাম রয়েছে। অভিনেতার দাবি, এক একটি থাম তৈরি করতে ৪ লক্ষ টাকা করে খরচ হয়েছে।
কিরণ বলেন, ‘‘আমার বাড়ির থাম তৈরি করতেই ৪৪ লক্ষ টাকা খরচ হয়েছে। বি এবং সি গ্রেডের ছবিতে অভিনয় না করলে এই টাকা জুটত না।’’
কিরণ সাক্ষাৎকারে জানান, তিনি যে ‘বি গ্রেড’ এবং ‘সি গ্রেড’ ছবিতে অভিনয় করেছেন, তা নিয়ে লজ্জাবোধ করেন না।
কিরণের দাবি, বাড়ি তৈরি করতে তাঁর ছ’বছর সময় লেগেছে। অভিনেতা বলেন, ‘‘আমার হাতে যখনই কিছু টাকা আসত, তখনই আমি তা বাড়ির জন্য খরচ করতাম।’’
কিরণ সাক্ষাৎকারে স্বীকার করেন যে, তিনি নিজের প্রয়োজন মেটাতে একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিরণ বলেন, ‘‘আমি যখন টাকার জন্য ছবিতে কাজ করছিলাম, তখন আমি বিষয়টা ঠিক মানিয়ে নিতে পারিনি।’’
কিরণ বলেন, ‘‘ভাল খবর পরিবারের সঙ্গে ভাগ করে নিলে প্রত্যেকে আনন্দ পায়। কিন্তু মন খারাপ হলে তা যদি স্ত্রীকে জানাতাম, তা হলে ওর মনও ভেঙে যেত।’’
কিরণের কেরিয়ারের সফল ছবিগুলির চেয়ে কোনও অংশে বি এবং সি গ্রেড ছবিগুলি কম নয়। কিরণ জানান, ওই ছবিগুলিও তাঁর কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ সেই ছবিগুলি তাঁর স্বপ্নপূরণ করেছে।