Gadar 2

সানির ছবি মুক্তির আগেই গোপন তথ্য ফাঁস! ছবির ‘ফ্লপ-হিটের’ সমীকরণ কি পূর্বনির্ধারিত?

‘গদর’ ছবির প্রথম পর্বের রেশ এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গদর: এক প্রেম কথা’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১২:১৭
Share:
০১ ১৬

চলতি বছরের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘গদর’ ছবি দ্বিতীয় পর্ব ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। ছবির প্রথম ঝলক প্রকাশের পরেই ছবি সমালোচকেরা অনুমান করেছেন যে সানি দেওল অভিনীত এই ছবি বক্স অফিসে হিট করার সম্ভাবনা যথেষ্ট।

ছবি: সংগৃহীত।

০২ ১৬

২২ বছর আগে ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গদর’ ছবির প্রথম পর্ব। সাড়ে ১৮ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, আমিশা পটেল, উৎকর্ষ শর্মা, অমরিশ পুরীর মতো তারকা।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৬

সাড়ে ১৮ কোটি টাকা বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিস থেকে ১৩৩ কোটি টাকার ব্যবসা করতে সফল হয়। ২২ বছর আগেই ‘গদর’ ছবির প্রথম পর্ব ‘গদর: এক প্রেম কথা’ দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

ছবি: সংগৃহীত।

০৪ ১৬

‘গদর’ ছবির প্রথম পর্বের রেশ এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। তাই ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর পুরনো স্মৃতি যেন আবার উসকে গিয়েছে। আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গদর: এক প্রেম কথা’।

ছবি: সংগৃহীত।

০৫ ১৬

‘গদর: এক প্রেম কথা’ পুনর্মুক্তির প্রথম দিন ৩০ লক্ষ টাকার ব্যবসা করেছে। টানা পাঁচ দিন প্রেক্ষাগৃহে চলার পর ১.৮৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬

ছবি বিশেষজ্ঞেরা দাবি করেছেন, পুনর্মুক্তির পর ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ যা ব্যবসা করেছিল তার থেকে বেশি ব্যবসা করে ফেলেছে ‘গদর: এক প্রেম কথা’।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬

কিন্তু ছবি মুক্তির আগেই ‘গদর’-এর দ্বিতীয় পর্ব নিয়ে গোপন তথ্য ফাঁস করা হয়েছে। ছবির প্রথম ঝলক প্রকাশের পর তার ‘মূল চিত্রনাট্য’ সমাজমাধ্যমে ফাঁস করে দিয়েছেন কয়েক জন নেটব্যবহারকারী।

প্রতীকী চিত্র।

০৮ ১৬

‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবির প্রথম ঝলক দেখলে লক্ষ করা যায়, সানি (পর্দায় যাঁর চরিত্রের নাম তারা সিংহ) রাতের অন্ধকারে কবরের সামনে হাতজোড় করে বসে কাঁদছেন।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬

নেটব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন, ওই কবর আসলে কার, তা ইতিমধ্যেই জানতে পেরেছেন তাঁরা। এমনকি তাঁদের দাবি, ওই কবরকে ঘিরেই ছবির মূল গল্প বোনা হয়েছে।

ছবি: সংগৃহীত।

১০ ১৬

নেটব্যবহারকারীদের দাবি, প্রথম ঝলকে সানিকে যাঁর কবরের সামনে বসে কাঁদতে দেখা যাচ্ছে তা আসলে সাকিনার (আমিশা পটেল) কবর।

ছবি: সংগৃহীত।

১১ ১৬

‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে আসলে দেখানো হয়েছে সাকিনা মারা গেলেও তারা এবং সাকিনার পুত্র রয়ে গিয়েছে পাকিস্তানে। পুত্রকে ফিরিয়ে আনার জন্য তারার লড়াই দেখানো হয়েছে ফিল্মে। পুত্রকে ফেরানোর জন্য বাবার লড়াইয়ের উপর ভিত্তি করে ছবির গল্প বোনা হয়েছে।

ছবি: সংগৃহীত।

১২ ১৬

‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে সানি অভিনীত তারা চরিত্রটি যেন আরও বেশি কঠিন, আরও বেশি হিংস্র।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬

নেটব্যবহারকারীদের দাবি, ছবির মূল চিত্রনাট্য নাকি বড়ই দুর্বল। ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিটি যে বক্স অফিসে হিট করবে না তারও আভাস দিয়েছেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬

চিত্রনাট্য নিয়ে মন্তব্য করার পর নেটব্যবহারকারীদের ইঙ্গিত করে জবাব দিয়েছেন ছবি নির্মাতারাও। তাঁদের দাবি, কয়েক জন ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবির চিত্রনাট্য নিয়ে অসত্য খবর ছড়াচ্ছেন।

প্রতীকী চিত্র।

১৫ ১৬

এমনকি প্রথম ঝলকে যে কবরের সামনে সানিকে বসে থাকতে গিয়েছে, তা আদতে সাকিনার নয় বলেও দাবি করা হয়েছে। এই ছবি ব্যবসা করতে না পারে সেই কারণেই নেতিবাচক প্রচার করা হচ্ছে বলে দাবি তাঁদের।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬

তবে ছবি নির্মাতাদের দাবি, প্রথম ঝলকে যার কবর দেখানো হয়েছে, সেই চরিত্রটি চমকপ্রদ। দর্শক সহজে ধরতে পারবেন না। নেটব্যবহারকারীদের চিত্রনাট্য অনুমানে যে গোড়ায় গলদ রয়েছে তার আশ্বাস দিয়েছেন ছবি নির্মাতারা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement