Nikhat Khan

চার বছর বলিউডে থেকেও পরিচিতি দিল ‘পাঠান’, নিখাতের জন্য ‘ধুম ৩’-র শুটিং পিছিয়ে দেন আমির!

‘পাঠান’ ছবিতে অভিনয় করেছেন নিখাত খান হেগড়ে। সম্পর্কে তিনি আমির খানের বোন। ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৩:৩০
Share:
০১ ১৬

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। ৪ বছর পর শাহরখ খানকে বড় পর্দায় দেখে উৎসাহিত দর্শক। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের পাশাপাশি পার্শ্বচরিত্রে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়ার অভিনয়ও নজর কাড়ার মতো। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বলিপাড়ার এক বড় মাপের অভিনেতার বোনকে।

০২ ১৬

তিনি নিখাত খান হেগড়ে। সম্পর্কে তিনি আমির খানের বোন। ‘পাঠান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছেন নিখাত।

Advertisement
০৩ ১৬

পার্শ্বচরিত্রে অভিনয় করলেও নিখাতের চরিত্রটি ছবিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মুখে সংলাপের পরিমাণ খুব কম হলেও তা সিনেমার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

০৪ ১৬

‘লাল সিংহ চড্ডা’ ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন যে, তাঁর বোন বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও সে রকম জনপ্রিয়তা পাননি।

০৫ ১৬

২০১৯ সাল থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন নিখাত। কিন্তু তিনি চর্চায় এসেছেন ‘পাঠান’ ছবিতে অভিনয় করার পর।

০৬ ১৬

তবে বড় পর্দায় নিখাত এর আগেও কাজ করেছেন। ‘পাঠান’ ছবিতেই তাঁর প্রথম অভিনয় নয়। ২০১৯ সালে ‘ষাণ্ড কি আঁখ’ ছবিতে এক মহারানির চরিত্রে অভিনয় করে বড় পর্দায় হাতেখড়ি নিখাতের।

০৭ ১৬

২০১৯ সালে ‘মিশন মঙ্গল’ ছবিতে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন নিখাত।

০৮ ১৬

বেশ কিছু বিজ্ঞাপনেও অভিনয় করেছেন নিখাত। তার পর শিল্পপতি সন্তোষ হেগড়েকে বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

০৯ ১৬

সন্তোষের কর্মসূত্রে প্রায় ১৪ বছর পুণেতে ছিলেন নিখাত। তার পর তিনি আবার মুম্বই ফিরে আসেন।

১০ ১৬

মুম্বইয়ে ফিরে এসে প্রযোজনার সঙ্গে যুক্ত হন নিখাত। তার পাশাপাশি কস্টিউম ডিজ়াইনার বা পোশাকশিল্পী হিসাবেও কাজ করেন তিনি।

১১ ১৬

শুধু হিন্দি ছবিতেই নয়, ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন নিখাত। ‘হাশ হাশ’, ‘গিলটি মাইন্ডস’, ‘জামাই রাজা ২.০’ ওয়েব সিরিজ়ে নিখাতকে অভিনয় করতে দেখা গিয়েছে।

১২ ১৬

আমির বলিউডের নামকরা অভিনেতা হওয়া সত্ত্বেও তাঁর বোন সে ভাবে প্রচারে আসেননি। আর এর জন্য নাকি দায়ী আমির নিজেই।

১৩ ১৬

আমির এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, তিনি কখনও স্বজনপোষণে বিশ্বাস করেননি। পরিচিত কেউ অভিনয়ে নামলে তাঁকে নিজের দমে বলিপাড়ায় জায়গা করে নিতে হবে বলেও জানান আমির।

১৪ ১৬

এই নীতি পুত্র জুনেইদের উপরেও প্রযোজ্য বলে দাবি আমিরের। ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছিলেন জুনেইদ। ৫০ বার বাদ পড়ার পর তাঁকে বেছে নেওয়া হয়েছিল।

১৫ ১৬

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বোন নিখাতের জন্মদিন পালন করবেন বলে ‘ধুম ৩’ ছবির শুটিং এক দিন পিছিয়ে দিয়েছিলেন আমির।

১৬ ১৬

নিখাতের কন্যা শেহেরও অভিনয়ে নামবেন বলে শোনা যাচ্ছে। তবে আপাতত অভিনয়ের প্রশিক্ষণ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন শেহের।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement