শহর মানেই কি শুধুই মনুমেন্ট, উঁচু বিল্ডিং আর স্কাইস্ক্যাপার? প্রাকৃতিক দুর্যোগ আর শত্রুর হাত থেকে বাঁচতে তো আদিম মানুষ গুহার মধ্যে বাস করত। তবে প্রাচীন কালেই নয়, এখনও কিন্তু এমন অনেক শহর রয়েছে মাটির নীচে। যা অনেকেরই অজানা। স্কুল, চার্চ, খেলার মাঠ থেকে শুরু করে হাসপাতাল, কারখানা— কী নেই সেখানে! কেমন হত এরকমই এক শহরের বাসিন্দা হতেন আপনি?
আরও পড়ুন: জলের তলায় এখনও রয়েছে এই শহরগুলো!