বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব আবাহনীর হয়ে খেলবেন প্রাক্তন নাইট মনোজ তিওয়ারি।
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ঘরোয়া প্রিমিয়ার লিগ বেশ জনপ্রিয়। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রথম সংস্করণেই সাড়া জাগিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেট বিশ্ব যখন মজেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, তখন বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে শুরু হচ্ছে ডিপিএলের আসর। গত মরসুমে ওয়ালটন ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে অংশ নিয়েছিলেন সাত ভারতীয় ক্রিকেটার। চলতি বছর আরও অনেক ভারতীয় ক্রিকেটার অংশ নিচ্ছেন এই লিগে। দেখে নেওয়া যাক কোন আট ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে ডিপিএলে।