খাবার দাবার রাখার জিপলক প্যাকেটে পুরে রাখুন ফোনটাকে।
কেত ছেড়ে পাতি ওয়াটারপ্রুফ ব্যাগ বা ফোন কেসের শরনাপন্ন হন।
সরাসরি ভেজা হাতে ফোন না ধরে আজ ভরপুর কমদামি হেডফোন ব্যবহার করুন।
যদি পাউচ বা কেস না থাকে তাহলে মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক আর স্পিকারফোন জ্যাকের মত ফোনের ওপেন এরিয়াগুলো টেপ দিয়ে ঢেকে রাখুন।
সস্তার স্ক্রিনগার্ড দিয়ে ফোনের স্ক্রিনটা ঢেকে রাখুন।
বাড়িতে কনডোম আছে তো? আজকের দিনটা সেই কনডোম দিয়ে ফোনটাকে মুড়ে রাখুন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কন্ডোম কিন্তু ওয়াটার, ডাস্ট প্রুফ।
শুধু আজকের জন্য নিজের সব কল, যে বন্ধুর উপর বেশ রাগ, তার মোবাইলে কনভার্ড করে দিন।
মন দিয়ে দোল খেলুন। দামি ফোনটাকে বাঁচাতে সেটাকে বাড়িতে রেখে এসে, পড়ে থাকা বহু পুরনো সেকেলে ফোন ব্যবহার করুন।