লোকসভা নির্বাচনের আগে বেশ উত্তপ্ত ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি। ইডির হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। তাঁর বাড়িতে হানা দেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা নগদ।
চলতি সপ্তাহের বুধবার হেমন্তের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকদের একটি দল। ৩৬৩৪৫০০ টাকা নগদ পাওয়া যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির আলমারি থেকে। আদালতে তারা এই পরিসংখ্যান পেশ করেছে। সেই সঙ্গে জমি সংক্রান্ত বহু নথিও মিলেছে সোরেনের বাড়ির আলমারি থেকে।
ইডি আদালতে জানায়, এই সমস্ত নথি নিয়ে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তদন্তের জন্য সোরেনকে অন্তত আট থেকে দশ দিনের হেফাজত দেওয়া হোক।
বৃহস্পতিবার সোরেনের হেফাজত নিয়ে কোনও নির্দেশ দেয়নি রাঁচীর আদালত। রাতে জেলেই তাঁকে থাকতে হবে বলে জানিয়েছিলেন বিচারক।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে সোরেনের আবেদনের শুনানি ছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। হস্তক্ষেপ না করে মামলাটি ঝাড়খণ্ড হাই কোর্টে ফরত পাছিয়েছে শীর্ষ আদালত।
ইডি আদালতে জানিয়েছে, গত ২৯ জানুয়ারি রাঁচীতে সোরেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আলমারি থেকে তারা নগদ ৩৬ লক্ষ টাকা পেয়েছে। এমন কিছু নথি পাওয়া গিয়েছে, যার সঙ্গে জমি জালিয়াতি মামলার যোগ রয়েছে।
আদালতে ইডি আরও জানিয়েছে, বেআইনি ভাবে সোরেন সাড়ে আট একর জমি আত্মসাৎ করেছেন।
ইডির দাবি, ভানু প্রতাপ প্রসাদের মোবাইলের চ্যাট থেকে পাওয়া তথ্য বেশ কিছু নগদ টাকা লেনদেনের প্রমাণ দিয়েছে। জমি আত্মসাতের ফলে বেআইনি ভাবে যে যে সুযোগসুবিধা হেমন্ত পেয়েছেন, তা-ও আদালতে জানিয়েছে ইডি।
বুধবার দুপুরে সোরেনের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি। প্রায় সাত ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছেন সোরেন।
জেএমএম জানিয়েছে, তারা বিধানসভায় চম্পই সোরেনকে দলনেতা হিসাবে নির্বাচিত করেছে। রাঁচীর রাজভবনে শুক্রবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পই।
১০ দিনের মধ্যে চম্পই সোরেনকে তাঁর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন রাজ্যপাল।
ইতিমধ্যেই, হেমন্ত সোরেন জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করল, তাতে তিনি ভয় পান না। গ্রেফতারির আগে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলকে জানিয়েছিলেন এ কথা।
এর পাশাপাশি, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ’ করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার তাঁকে ‘টার্গেট’ করছে বলেও মন্তব্য করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেমন্তের দাবি, ঝাড়খণ্ডে জেএমএম সরকার গঠনের পর থেকেই সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে।
বুধবার জমি-জালিয়াতির মামলায় সাত ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর হেমন্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর তার এক দিন আগেই সিব্বলের ইউটিউব চ্যানেলের এক অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন হেমন্ত।
সেখানে তিনি সাক্ষাৎকারও দেন। সেখানেই ইডি এবং কেন্দ্র নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নয়াদিল্লিতে সিব্বলের সঙ্গে সাক্ষাৎ করেন হেমন্ত। সেই সাক্ষাৎকারের ভিডিয়ো মুক্তি পেয়েছে বৃহস্পতিবার অর্থাৎ, তাঁর গ্রেফতারির এক দিন পর।