২০১৩ সালেও সবচেয়ে সুখী দেশ ছিল ডেনমার্কই। সুখ বোধহয় একটু কমে গিয়েছিল ২০১৫ সালে। সুখী দেশের তালিকায় ৩ নম্বরে নেমে গিয়েছিল। আবারও সব দেশকে পিছনে ফেলে সবচেয়ে সুখী দেশের শিরোপা ছিনিয়ে নিল ডেনমার্ক। বিশ্ব সুখী দিবসের আগে এক বেসরকারি সংস্থার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। আর ভারত? আছে অনেকটাই নীচে। এমনকী প্রতিবেশী দেশ পাকিস্তানেরও পরে। ১১৮ নম্বরে। পাকিস্তান ৯২ নম্বরে, আর বাংলাদেশ ১১০ নম্বরে।
আরও পড়ুন: এ দেশে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে যে রাজনৈতিক নেতাদের