Personal Finance 2023

শেয়ার বা মিউচুয়াল ফান্ড কেনা-বেচায় কর দিতে হয়, জানুন তার রকমফের

তিন বছর বা তার বেশি সময় সম্পদ হাতে রেখে বিক্রি করার পর যে লাভ হয়, তাকে বলে লং-টার্ম ক্যাপিটাল গেন। তার থেকে কম সময় হাতে রেখে বিক্রি করে লাভ করলে তাকে শর্ট-টার্ম ক্যাপিটাল গেন বলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৮
Share:

প্রতীকী ছবি

ক্যাপিটাল গেনস ট্যাক্স। এটা যে কোনও সম্পদ বিক্রি করে লাভ হলেই তার উপর প্রযোজ্য হয়। কিন্তু তার নানা রকমফের আছে। আমরা শুধু শেয়ার ,ঋণপত্র বা মিউচুয়াল ফান্ড জাতীয় লেনদেনে লাভ নিয়েই এখানে আলোচনা করব।

Advertisement

এই কর দু'ধরনের। দীর্ঘকালীন বা লং-টার্ম আর স্বল্পমেয়াদি বা শর্ট-টার্ম। তিন বছর বা তার বেশি সময় সম্পদ হাতে রেখে বিক্রি করার পর যে লাভ হয়, তাকে বলে লং-টার্ম ক্যাপিটাল গেন। তার থেকে কম সময় হাতে রেখে বিক্রি করে লাভ করলে তাকে শর্ট-টার্ম ক্যাপিটাল গেন বলা হয়।ক্যাপিটাল গেন তখনই হয়, যখন আমরা যে দামে সম্পদ কিনেছি, তার থেকে বেশি দামে তা বিক্রি করি।তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই করের আওতায় আসে না। দেখে নিন এর প্রয়োজনীয় বিষয়গুলি:

করের রকমফের শর্ত করের হার:

Advertisement
  • শর্ট-টার্ম ক্যাপিটাল গেন বা সম্পদ বিক্রির উপর স্বল্পকালীন লাভ
  • সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স যেখানে প্রযোজ্য
  • ১৫ শতাংশ, সঙ্গে সারচার্জ এবং সেস যদি প্রযোজ্য হয়
  • সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স যেখানে প্রযোজ্য নয়
  • শর্ট-টার্ম ক্যাপিটাল গেন যোগ হবে আয়করের প্রযোজ্য হারে
  • লং-টার্ম বা দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেন ট্যাক্স
  • ইক্যুইটি বা সম্পর্কিত মিউচুয়াল ফান্ড নয়, এমন বিনিয়োগ
  • ২০% ইক্যুইটি বা সম্পর্কিত মিউচুয়াল ফান্ড
  • ১ লক্ষ টাকার বেশি হলে প্রযোজ্য১০%

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement