প্রতীকী ছবি
ক্যাপিটাল গেনস ট্যাক্স। এটা যে কোনও সম্পদ বিক্রি করে লাভ হলেই তার উপর প্রযোজ্য হয়। কিন্তু তার নানা রকমফের আছে। আমরা শুধু শেয়ার ,ঋণপত্র বা মিউচুয়াল ফান্ড জাতীয় লেনদেনে লাভ নিয়েই এখানে আলোচনা করব।
এই কর দু'ধরনের। দীর্ঘকালীন বা লং-টার্ম আর স্বল্পমেয়াদি বা শর্ট-টার্ম। তিন বছর বা তার বেশি সময় সম্পদ হাতে রেখে বিক্রি করার পর যে লাভ হয়, তাকে বলে লং-টার্ম ক্যাপিটাল গেন। তার থেকে কম সময় হাতে রেখে বিক্রি করে লাভ করলে তাকে শর্ট-টার্ম ক্যাপিটাল গেন বলা হয়।ক্যাপিটাল গেন তখনই হয়, যখন আমরা যে দামে সম্পদ কিনেছি, তার থেকে বেশি দামে তা বিক্রি করি।তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই করের আওতায় আসে না। দেখে নিন এর প্রয়োজনীয় বিষয়গুলি:
করের রকমফের শর্ত করের হার:
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।