প্রতীকী চিত্র
অবসর, জীবনের স্বর্ণ সময়। জীবনের এই পর্যায়ে আপনাকে কাজ নিয়ে কোনও চিন্তা করতে হয় না, দায়িত্বও অনেক কমে যায়। আপনি এক নিশ্চিন্ত জীবন উপভোগ করতে পারেন। আপনার অবসর জীবন শান্তিতে উপভোগ করার জন্য অল্প বয়স থেকেই আপনার অবসরকালীন পরিকল্পনা শুরু করা উচিত। তাই নিম্নলিখিত এই ভুলগুলি এড়িয়ে চলুন:
বিনিয়োগ আগে থেকে শুরু না করা
সময় থাকতে থাকতেই সঞ্চয় শুরু করুন। আপনার বয়স যখন কম, তখন থেকেই যদি আপনি বিনিয়োগ শুরু করেন তা হলে আপনি ভবিষ্যতে অনেক বেশি সময় পেয়ে যাবেন অর্থ সঞ্চয় করার।
বর্তমান এবং ভবিষ্যত আর্থিক লক্ষ্য মূল্যায়ন না করা
অর্থের অভাব জীবনের যে কোনও ধাপেই উদ্বেগ সৃষ্টি করে। কর্মজীবনে উন্নতির সঙ্গে সঙ্গে আপনার উপার্জনও বাড়তে থাকে। তার সঙ্গে অবসরের জন্য সঞ্চয় করার নির্ধারিত অর্থের পরিমাণও বাড়াতে হবে।
বর্তমান জীবনযাত্রা অবসরের পরও বজায় রাখার জন্য কতটা সঞ্চয় করতে হবে তার ধারণা না থাকা
আপনার এখনকার জীবনযাত্রা ভবিষ্যতেও বজায় রাখার জন্য বেশি পরিমান অর্থ এখন থেকেই বিনিয়োগ করুন। অবসরের জন্য কতটা সঞ্চয় করতে হবে তার অনুমান থাকা প্রয়োজন, যাতে আপনি শুধুমাত্র অবসরের পরের জীবনই যে ভালোভাবে উপভোগ করতে পারবেন তা নয়, নির্দ্বিধায় বিভিন্ন জরুরি অবস্থার ও সম্মুখীন হতে পারবেন।
স্বাস্থ্যসেবার খরচ উপেক্ষা করা
অবসর জীবনের স্বর্ণসময় হলেও জীবনের এই ধাপে বিভিন্ন রোগের সম্মুখীন হওয়ার জন্যও তৈরী থাকা উচিত। বয়স যত বাড়বে, কঠিন অসুখের ঝুঁকিও বেড়ে যাবে। তার সঙ্গে বাড়বে চিকিৎসার খরচ। তাই অবসরের জন্য সঞ্চয় করার সময় চিকিৎসার খরচের কথাও মাথায় রাখা উচিত।
অবসর পরিকল্পনা সময়ের আগেই প্রত্যাহার করে নেওয়া
সময়ের আগেই বিনিয়োগ প্রত্যাহার করে নিলে তা যে শুধু আপনার সঞ্চয়কেই ক্ষতিগ্রস্থ করবে তা নয়, করের উপর দায়ভার ও বাড়াবে। সময়ের আগেই যদি অবসর পরিকল্পনা থেকে টাকা তুলে নেন, তাহলে অবসরের জন্য যে পুঁজি রয়েছে তার থেকেও অর্থ কমে যাবে। তাই সব থেকে ভালো উপায় হল অবসর পরিকল্পনা এমন ভাবে করা যাতে যখন আপনার ৪০ বছর বয়স হবে তখন কিছু টাকা আপনার হাতে চলে আসবে।
এই সম্পর্কে সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৮ মার্চ একটি ওয়েবিনারের আয়োজন করতে চলেছে।
ওয়েবিনারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। ওয়েবিনারটির সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিষেক কর। মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে ঠিক দুপুর ১টায়। যোগ দিতে পারেন আপনিও।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।