চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)
যাঁরা তাঁদের সম্পদ বাড়াতে চান, কিন্তু স্টক মার্কেটের অভিজ্ঞতা কম বা বিনিয়োগে নজরদারি করার সময় নেই, তাঁদের পোর্টফোলিয়ো ব্যবস্থাপনার কথা বিবেচনা করা উচিত। যদি কেউ বন্ড, স্টক বা পণ্যে বিনিয়োগ করতে চান, কিন্তু সেই প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে, তবে তাঁদের জন্য পোর্টফোলিয়ো ব্যবস্থাপনা উপযুক্ত। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে পারেন।
অ্যাকটিভ পোর্টফোলিয়ো পরিচালনা
এই ধরনের পোর্টফোলিয়োর জন্য ক্রমাগত সিকিউরিটি কেনাবেচা করা হয়। সম্পদ বা সিকিউরিটির উল্লেখযোগ্য ক্রয়-বিক্রয়ের প্রাথমিক উদ্দেশ্য হল সমষ্টিগত ভাবে বাজারকে ছাড়িয়ে যাওয়া। সক্রিয় বিনিয়োগ ব্যবস্থাপনার লক্ষ্য হল বাজারের যখন বিকাশ হচ্ছে, তখন তার থেকে লাভ অর্জন করা।
প্যাসিভ পোর্টফোলিয়ো পরিচালনা
প্যাসিভ পোর্টফোলিয়ো ম্যানেজমেন্ট, যা সূচক ফান্ড ম্যানেজমেন্ট নামেও পরিচিত, একটি বিনিয়োগ কৌশল যার লক্ষ্য হল বাজার সূচকের কর্মক্ষমতা অনুসরণ করা।
বিচক্ষণ পোর্টফোলিয়ো পরিচালনা
আপনার বিনিয়োগগুলি বিচক্ষণ পোর্টফোলিয়ো ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে এক জন সুযোগ্য পোর্টফোলিও ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। পোর্টফোলিয়ো ম্যানেজার ক্লায়েন্টের হয়ে বিনিয়োগ করেন সম্পূর্ণ বিচক্ষণতা ও নজরদারির সঙ্গে।
অ-বিবেচনামূলক পোর্টফোলিয়ো পরিচালনা
পোর্টফোলিয়ো ম্যানেজার ক্লায়েন্টকে পর্যায়ক্রমে পরামর্শ দেন। যদিও, ক্লায়েন্টই বিনিয়োগের দায়িত্বে থাকেন। পোর্টফোলিয়ো ম্যানেজারের ভূমিকা বাজারের তথ্য এবং নির্দেশিকা দেওয়ার মধ্যেই সীমিত থাকে। ক্লায়েন্ট নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, বাজারের অবস্থা এবং পরিচালকের পরামর্শের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন।
কী ভাবে পোর্টফোলিয়ো পরিচালনা করবেন?
অ্যাকটিভ ব্যবস্থাপনায় নিয়মিত ভাবে সম্পদ ক্রয় এবং বিক্রয় হয়। ফান্ড ম্যানেজার এবং বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রমাগত বাজারের প্রবণতা, অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্পোরেট কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেন।
প্যাসিভ ম্যানেজমেন্ট, ইনডেক্স ফান্ড বা ইটিএফ-এ বিনিয়োগ করে বাজারের কর্মক্ষমতার অনুসরণে যা একটি নির্দিষ্ট সূচক ট্র্যাক করে। ফলস্বরূপ, ন্যূনতম ট্রেডিং হয় এবং খরচও কমে যায়।
বিচক্ষণ ব্যবস্থাপনা: পোর্টফোলিও ম্যানেজার একজন বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন এবং তার উদ্দেশ্য কী তা বিবেচনা করে এবং বিনিয়োগকারীর হয়ে কোথায় বিনিয়োগ করলে লাভ হবে তা ঠিক করেন।
অ-বিবেচনামূলক ব্যবস্থাপনা: এই ব্যবস্থাপনায় ম্যানেজমেন্ট পরামর্শ দেয় কিন্তু বিনিয়োগকারী নিজেই কোথায় লেনদেন করবেন, তা ঠিক করেন।
‘টাকা টক্’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।