প্রতীকী চিত্র
আর্থিক লাভের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটি অনন্য উপায়। কিন্তু বিনিয়োগ করলেই যে সব সময়ে লাভবান হওয়া যায়, তা নয়। অর্থনৈতিক বাজার কখনওই স্থিতিশীল থাকে না। তা কখনও উপরে ওঠে, আবার কখনও ক্ষতির সম্মুখীন হয়। তাই বাজার বুঝে সব সময়ে বিনিয়োগ করা উচিত। অর্থনৈতিক বিকাশ, সুদের হার, মূল্যবৃদ্ধি, বিশ্বের রাজনৈতিক ঘটনা এবং দ্রব্য মূল্যের মতো বিভিন্ন পরিস্থিতি বিনিয়োগের উপরে প্রভাব ফেলতে পারে। বাজারের বিভিন্ন পরিস্থিতি নির্ভুল ভাবে অনুমান করা অসম্ভব। কিন্তু তার প্রভাব অনুযায়ী কী ভাবে বিনিয়োগ করা যায়, তার কিছু উপায় রইল।
পোর্টফোলিও বৈচিত্র্যকরণ
বিভিন্ন অ্যাসেটে যেমন ইক্যুইটি, ঋণ, হাইব্রিড এবং লগ্নির অন্যান্য উপাদানে বিনিয়োগ করুন। এই পদ্ধতি ঝুঁকি কমাতে সাহায্য করবে।
বিবেচনা করে তহবিল বাছুন
তহবিল নির্বাচনের সময়ে আপনার বিনিয়োগের লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতা বিবেচনা করুন।
বাজারের অবস্থা বুঝে পোর্টফোলিও নির্ধারণ করুন
অর্থনৈতিক পরিস্থিতি এবং ঘটনা সম্পর্কে অবগত থাকুন। বাজারের অবস্থা অনুযায়ী প্রয়োজন অনুসারে আপনার পোর্টফোলিও নিয়ন্ত্রণ করার জন্য যে কোনও আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন।
দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করুন
বাজারের ওঠানামা অনিবার্য, কিন্তু বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখলে তা কঠিন পরিস্থিতিতে সাহায্য করে।
এই সম্পর্কে সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় গত ১৯ অগস্ট একটি ওয়েবিনারের আয়োজন করেছিল। ওয়েবিনারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি ও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু এবং বন্ধন মিউচুয়াল ফান্ডের সেলস্ এবং মার্কেটিং হেড গৌরব পারিজা। সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিষেক কর। মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্’-এর পাতায়।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।