শীত জাঁকিয়ে বসেছে শহরে। ক্রিসমাস-নিউ ইয়ার্স ইভ চলে গেলেও পার্টির রেশ কাটেনি। কী পরবেন, কী ভাবে সাজবেন সে সব কিন্তু আগে থেকে ঠিক করে না রাখলে শেষ মুহূর্তে দোটানায় পড়ে যাবেন। গত বেশ কয়েক বছরের মতো এ বারের মেকআপ ট্রেন্ডেও কিন্তু গ্লিটার আইলাইনার বেশ জোরালো ভাবেই হাজির। হাজার হোক, শীতের সাজে ব্লিংগ না থাকলে বছরের আর কোন সময়ে থাকবে! পার্টি লুকে গ্লিটার আইলাইনার সাজের কেন্দ্রবিন্দু হলেও কয়েকটি দিক মাথায় রাখতেই হবে। কী করবেন, কী করবেন না, জেনে নিন।
অবশ্য করণীয়
• গ্লিটার আইলাইনার ব্যবহার করলে অবশ্যই মেকআপ রাখুন পরিচ্ছন্ন। ম্যাট এফেক্টের মেকআপ হলে লুক পারফেক্ট হবে।
• আইব্রো সুন্দর করে শেপ করে নেবেন। খুব সরু আইব্রোর সঙ্গে গ্লিটার আইলাইনার ভাল লাগে না। মেকআপের ব্যালান্স হারিয়ে যায়। তাই সঠিক শেডের আইশ্যাডো বা আইব্রো পেন্সিল দিয়ে ভুরু শেপ করে নিন।
• গ্লিটার আইলাইনার পেন্সিল না হয়ে ওয়াটারপ্রুফ হলে ঘেঁটে যাওয়ার ভয় থাকে না। কেননা স্মাজ হয়ে গেলে গোটা সাজটাই মাটি!
• গ্লিটার আইলাইনারের জন্য অ্যাঙ্গলড ব্রাশ ব্যবহার করুন। তা হলে তেরছা ভাবে ক্যাটস আই করে নিতে পারবেন।
নৈব নৈব চ
• গ্লিটার আইলাইনার ব্যবহার করলে মেকআপের অন্য কোথাও গ্লিটারি কিছু ব্যবহার না করাই ভাল। বিশেষ করে, গ্লিটার হাইলাইটার বা গ্লিটারি লিপকালার একদম বাদ দিন।
• পোশাকের কোথাও অল্প ব্লিংগ বা সিকুইনের কাজ করা থাকলে পুরো লুকে বেশ একটা উজ্জ্বল ভাব বজায় থাকবে। তবে গোটা পোশাকে যেন চোখ ধাঁধানো সিকুইন বা জরির কাজ না থাকে।
• অতিরিক্ত গ্লিটার কিন্তু ভাল লাগে না। যাঁদের চোখের উপরের অংশে ফোলা ভাব রয়েছে, তাঁরা চেষ্টা করুন অন্য কোনও ঘন রঙের আইলাইনার একটু মোটা করে লাগিয়ে তার উপরে সরু করে গ্লিটার আইলাইনার ব্যবহার করতে।
• পোশাকের সঙ্গে বেমানান, এমন রং বাছবেন না গ্লিটার আইলাইনারে। হয় পোশাকের সিকুইন বা এমবেলিশমেন্টের রঙের সঙ্গে মানিয়ে পরুন অথবা একই কালার ফ্যামিলি থেকে রং বেছে কনট্রাস্ট করুন। তবে গ্লিটার আইলাইনারের রং হালকা হলে কিন্তু ফ্যাকাশে লাগবে। তাই গাঢ় রং হওয়াই শ্রেয়। যেমন নীল, বটল গ্রিন, সোনালি বা পার্পল।
মডেল: রিয়া
ছবি: অমিত দাস
মেকআপ: অভিজিৎ পাল পোশাক: ফানেট্টা