বাগানের সাজ

বাগান তৈরিতে গাছ লাগানোর পাশাপাশি তার সাজটাও জরুরি। একঝলকে দেখে নিন বাগানসজ্জার ট্রেন্ড। বাগান তৈরিতে গাছ লাগানোর পাশাপাশি তার সাজটাও জরুরি। একঝলকে দেখে নিন বাগানসজ্জার ট্রেন্ড।

Advertisement

রূম্পা দাস

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৭:০০
Share:

বাগান তৈরির শখ মানে শুধুই গাছ লাগানো বা তার পরিচর্যা নয়। বরং গাছের পাশাপাশি খেয়াল রাখতে হবে বাগান সাজানোর দিকেও। অর্থাৎ কোন পাথর ঠিক কী বিন্যাসে সাজাতে হবে, কিংবা অতিরিক্ত ছোটখাটো কোন জিনিসে বাগান দেখতে আরও সুন্দর হয়ে উঠবে, সেটা জানাও জরুরি।

Advertisement

• বাড়িতে ঢোকার মুখে যদি একচিলতে পরিসরেই থাকে ছোট্ট বাগান, তা হলে ব্যবহার করতে পারেন ছোট-বড় পাথরের। মাঝে যে কোনও মাঝারি সাইজের গাছ রাখার জায়গা করে, তার চারপাশে ছড়িয়ে দিতে পারেন একই ধরনের নানা ছোট-বড় পাথর। এতে যেমন প্রবেশপথটা অন্য রকম হবে, তেমনই পাথুরে অঞ্চলের মধ্যে গাছের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আপনার বাগানের বাহার।

• রঙ্গোলির মতো কোনও বিশেষ আলপনা বা ডিজাইন বেছে নিন। তার পর সেই ডিজাইনের উপর বসাতে থাকুন ছোট ছোট রঙিন নুড়ি। পাথর-নুড়ির এই বিশেষ বিন্যাসের প্রতি আলাদা যত্ন তো নিতে হবেই না, আপনার বাগানের রূপও খোলতাই হবে।

Advertisement

• একঘেয়ে সবুজরঙা গাছ পরপর না সাজিয়ে মাঝে রঙিন গাছ লাগান। আবার প্রাকৃতিক রঙিন পাথর না পেলে নিজে হাতে লাল-নীল-গোলাপি রং করুন পাথরে। কিংবা চাইলে ছোট গোল পাথরকে রং দিয়ে বদলে ফেলতে পারেন গুবরে পোকা কিংবা প্রজাপতিতেও। ছড়িয়ে দিন ইতিউতি। শুধু খেয়াল রাখবেন, পাথরের গায়ের রং যেন বৃষ্টির জলে ধুয়ে না যায়।

• বাগানের মাঝেই করে রাখুন ছোট্ট বসার জায়গা। তার জন্য যদি দামি আসবাব কিনতে ইচ্ছে না করে, বড় পাথরের স্ল্যাব ব্যবহার করুন। এতে আপনার বসার জায়গাতেই পাবেন স্টোন টেব্‌লের ফিল।

• বাজারচলতি টবে গাছ না বসিয়ে বরং ব্যবহার করতে পারেন ফেলে দেওয়া টায়ার বা রঙের টিন। টায়ার বা টিন প্রথমে পরিষ্কার করে নিয়ে রং করুন। তাতে মাটি ভরে ছোট ছোট বাহারি গাছ লাগান।

• বার্ড হাউস ছাড়া বাগান একেবারেই অসম্পূর্ণ। তাই যদি নিজেই কাঠ কেটে বানিয়ে ফেলতে পারেন বার্ড হাউস, মন্দ কী? ব্যস্ত থাকলে বাজার থেকে বেছে নিতে পারেন পছন্দ মতো পাখির বাড়ি! বাগানের সৌন্দর্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে হবে পাখিরও আনাগোনা!

• সেরামিকের পাত্র তুলনাহীন। তাই যেমন সেরামিকের পাত্রে গাছ বসাতে পারেন, তেমনই বড় মুখওয়ালা গোল পাত্রেও রাখতে পারেন খানিকটা জল। তাতে ইচ্ছে হলে বসিয়ে ফেলতে পারেন জলজ লিলি বা পদ্ম। জায়গা থাকলে ছোট ফোয়ারার ব্যবস্থাও করতে পারেন। আবার ফ্লোটিং ক্যান্ডলও বসিয়ে দিতে পারেন সেই পাত্রে।

• অনেকের বাড়িতেই পড়ে থাকে অব্যবহার্য মই। বুদ্ধি খাটিয়ে সেটার উপর রং চড়িয়ে রেখে দিন বাগানে। মইয়ের প্রতিটি স্টেপে বসিয়ে দিন টিনের টব। রেলিং থেকেও ঝুলিয়ে দিতে পারেন বাহারি টবের সারি।

আসলে বাড়ির অন্দরমহল সাজানো যতটাই গুরুত্বপূর্ণ, তেমনই জরুরি বাগানকে শিল্পের পর্যায়ে উন্নীত করা। তবেই না আপনার বাড়ি হয়ে উঠবে সর্বাঙ্গীন সুন্দর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement