রবি ঘোষের সঙ্গে
অল্পবয়েসে হঠাৎ করে একটা ক্রাইম ড্রামা ভেবে ফেলেছিলেন তপন সিংহ। ‘কারাপ্রাচীর’।
সেই সময় রড ক্যামারন নামে ছ’ফুট চার ইঞ্চি লম্বা চেহারার এক নায়ক ছিলেন। মনে মনে এরকমই এক নায়কের কথা ভেবেছিলেন তিনিও।
হঠাৎ দেখলেন চৌরঙ্গীতে হাঁটতে হাঁটতে এক ভদ্রলোক যাচ্ছেন। ঠিক যেমনটা চেয়েছিলেন নায়ক, ঠিক তেমনটাই। উৎসাহের আতিশয্যে কথা বলতে গিয়েও থেমে গেলেন।
পরে এই দীর্ঘদেহী ভদ্রলোকটির সঙ্গে নিবিড় ঘনিষ্ঠতা হয়ে যায়। ‘ক্ষুধিত পাষাণ’ সেটের গ্রাফ আঁকতে যখন হিমশিম খাচ্ছেন, তখন এই ভদ্রলোকই তাঁকে সাহায্য করেন।
ভদ্রলোক আর কেউ নন, সত্যজিৎ রায়।