শিলিগুড়ির পরিবেশ রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে নজরদারি কমিটি তৈরির প্রস্তাব গৃহীত হল। বুধবার শিলিগুড়ি পুরসভায় শহরের বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুলের কর্তাদের বৈঠকে ডাকা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই কমিটি পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে পরিবেশ রক্ষায় সহায়তা করবে। শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গৌতমবাবু বলেন, ‘‘এনসেফ্যালাইটিস নিয়ে ও শহরের মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও এর প্রতিরোধে পুরসভার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে আহ্বান জানানো হয়েছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।” তারা এলাকায় নজরদারি রাখবে বলে জানা গিয়েছে। এলাকায় ঠিকমতো জল নিকাশি হচ্ছে কি না, পরিবেশ পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হচ্ছে কিনা কিংবা কোনও রকম সমস্যা থাকলেও তাঁরা পুরসভায় জানাবে। তারই ভিত্তিতে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
এই কমিটি তৈরি হবে স্থানীয় বসিন্দা, জন প্রতিনিধি এনজিও থেকেই। এনসেফ্যালাইটিসকে কেন্দ্র করে কমিটি তৈরি হলেও সারা বছরের জন্যই এই কমিটি থাকবে। তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। পুর কমিশনার এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, “মন্ত্রীর প্রস্তাব সকলের সামনে রাখা হয়েছিল। সদর্থক সাড়া পাওয়া গিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করে ফেলা হবে।”
এদিন সকালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সিটি স্ক্যান, ডিজিটাল জেরক্স এবং ডায়ালিসিস ব্যবস্থা চালু করা হবে। অগস্টের মধ্যেই মেশিন বসানোর কাজ শেষ হয়ে যাবে। পুজোর আগেই এগুলো চালু হয়ে যাবে।” হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মীর অভাব রয়েছে বলে তিনি জানান। তার জন্য সুপারকে রিপোর্ট তৈরি করে আবেদন স্বাস্থ্য দফতরে পাঠাতে বলা হয়েছে। কিছু কর্মী বাড়ানো হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে শিলিগুড়ি হাসপাতালে একটি প্রশাসনিক ব্লক তৈরি করে চিন্তা ভাবনা করা হচ্ছে। চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বর্তমানে যে আবাসন রয়েছে, সেই জায়গায় এই ব্লক হতে পারে বলে তিনি জানান। আবাসনটিকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।
দায়িত্ব গ্রহণ। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিলেন প্রকাশ মৃধা। বুধবার বিকেলে এনসেফ্যালাইটিস কাণ্ডে তথ্য গোপন করার অভিযোগে জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকারকে সাসপেন্ড করা হয়। চার দিন পরে প্রকাশবাবু দায়িত্ব নিয়েছেন। প্রকাশবাবু ডায়মন্ডহারবারে স্বাস্থ্য-জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে ছিলেন।