চলতি মাসের ৮ তারিখ থেকে অনেকের কম্পিউটারে জিমেল খুলতে অসুবিধা হতে পারে। গত বুধবার ইউজারদের সতর্ক করে গুগল জানায় গুগল ক্রোম ব্রাউজার আপডেট না থাকলে তাদের ইমেল অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হতে পারে। শুধু পুরনো সংস্করণের ক্রোম নয়, মাইক্রোসফ্ট উইনডোজ এবং ভিস্তার মতো অপারেটিং সিস্টেমের ডিফল্ট ব্রাউজার অর্থাত্ ইন্টারনেট এক্সপ্লোরারকেও সাপোর্ট দেবে না বলে জানিয়েছে গুগল। তা হলে উপায়?
যে সকল ইউজার ক্রোমের ৫৫-এর নীচের সংস্করণ ব্যবহার করেন, ২০১৭-র ডিসেম্বর অবধি তাদের ব্রাউজার আপডেট করার জন্য মেসেজ দেওয়া হবে বলে জানিয়েছে গুগল। ব্রাউজারগুলি আপডেট না করলে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ। তাদের আরও দাবি, পুরনো ব্রাউজারগুলিতে জিমেল বেসিক এইটিএমএল ফরম্যাটে খুলবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ খুললেই জানা যাবে বন্ধুর লোকেশন!