দুধ সাদা বরফের মাঝে আপাতত দু’টি ইগলু তৈরি করা হয়েছে। তৈরি করেছেন বিকাশ কুমার এবং তাশি দোর্জি নামে দুই ব্যবসায়ী।
পর্যটকদের জন্য মূলত দু’ধরনের ট্র্যাভেল প্যাকেজ থাকছে।
প্রথম প্যাকেজটিতে ইগলুতে সময় কাটানোর পাশাপাশি স্কি রাইডিংয়ের সুবিধাও রাখা হয়েছে।
ইগলুতে দুই দিন এবং দুই রাত থাকার পাশাপাশি, মানালির একটি বিখ্যাত হোটেলে থাকারও সুবিধাও থাকছে এই প্যাকেজে।
এখানেই শেষ নয়। তিন দিনের টোটাল ফুড প্যাকেজ থাকছে পর্যটকদের জন্য। সঙ্গে দেওয়া হবে স্কি করার জন্য যাবতীয় সরঞ্জাম।
মানালির ওই হোটেলটি থেকে ইগলু পর্যন্ত যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও থাকবে এই প্যাকেজের মধ্যেই।
এই প্যাকেজের সুবিধে নিলে পর্যটকদের খরচ করতে হবে ১৮ হাজার টাকা।
অন্য প্যাকেজটিতে রয়েছে এক দিন ও এক রাত ইগলুতে থাকার ব্যবস্থা। যে প্যাকেজটির সুবিধে নেওয়ার জন্য পর্যটকদের দিতে হবে ৫ হাজার টাকা।
এই প্যাকেজ নিলে পর্যটকদের দেওয়া হবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। সঙ্গে দেওয়া হবে গরম পোশাক, স্লিপিং ব্যাগ। বন ফায়ারেরও ব্যবস্থাও থাকবে।
এই বিশেষ সুবিধে থাকছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্যই। তবে আর কী এই মাসেই চটপট মানালি থেকে ঘুরে আসুন।