World largest Whisky Auction: নিলামে উঠবে বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতল! দাম শুনে হোঁচট খাবেন তাবড় সুরাপ্রেমীরাও

আগামী ২৫মে ‘দ্য ইন্ট্রোপিড’ নামে ৩১১ লিটার হুইস্কির বোতলের নিলাম হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১২:৪৩
Share:

দ্য ইন্ট্রোপিড। ছবি: সংগৃহীত

হুইস্কি! নামটা শুনলেই সুরাপ্রেমীদের মনটা খানিক অন্যরকম হয়ে উঠতে পারে। তবে তার দাম যদি হয় ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ২২ লক্ষ টাকা তাহলে চোখ কপালে ওঠার কথা। আগামী ২৫মে ‘দ্য ইন্ট্রোপিড’ নামে ৩১১ লিটার হুইস্কির বোতলের নিলাম হতে চলেছে। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা এই হুইস্কির বোতলের নিলামের দায়িত্বে রয়েছে এ়়ডিনবার্গের একটি নিলাম সংস্থা।

Advertisement

বিশ্ব রেকর্ড বলছে, এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বহুমূল্য হুইস্কির বোতল। প্রায় ৩২ বছরের পুরনো এই মল্ট স্কচের বোতলটি বিশ্বের অন্যতম সেরা স্বাদের পানীয়। বিশ্বের অন্যতম বৃহৎ এই হুইস্কির বোতলটি এতদিন রাখা ছিল ম্যাককালান ডিস্টেলারিতে। এ বার নিলামের মাধ্যমে এই মল্ট স্কচের মালিক হতে চলেছেন অন্য কেউ।

৩২ বছর ধরে ম্যাকালানের কাস্কে এই হুইস্কির বোতল রাখা ছিল। মোট ১২টি বোতলে ভরা হয়েছিল এটি। প্রতিটি বোতলেই একই রকম নকশা আঁকা ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement