Diabetes

ডায়াবিটিসের লক্ষণ মহিলা এবং পুরুষ ভেদে বদলে যায়, জানাচ্ছে গবেষণা

ডায়াবিটিস আক্রান্ত মহিলাদের মূত্রথলির সংক্রমণ, যৌনাঙ্গে সংক্রমণ, এবং হৃদ্রোগের আক্রান্ত হওয়া আশঙ্কা পুরুষদের তুলনায় চার গুণ বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৭:৫৭
Share:

মহিলাদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস থাকলে অনিয়মিত ঋতুচক্র, বন্ধ্যাত্ব এবং মিলনে অনীহাও দেখা যায়। প্রতীকী ছবি।

অনেকেই মনে করেন হাইপার টেনশন, ডায়াবিটিসের মতো রোগের লক্ষণগুলি সকলের জন্যই এক। কিন্তু হালের গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে, রোগের প্রকার বা ধরন এক রকম হলেও মহিলা বা পুরুষদের ক্ষেত্রে লক্ষণগুলি বদলে যেতে পারে। সাধারণত ডায়াবিটিসের ক্ষেত্রে বেশির ভাগ রোগীরই বহুমূত্রের সমস্যা দেখা যায়। গলা শুকিয়ে যায়, প্রস্রাব করতেও সমস্যা হয়। মোটামুটি ভাবে এগুলিই ডায়াবিটিসের ক্ষেত্রে সর্বজন বিদিত লক্ষণ।

Advertisement

এর থেকে মুক্তির উপায় কী?

চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলি ছাড়া আরও কিছু লক্ষণ আছে যেগুলি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। ডায়াবিটিস আক্রান্ত মহিলাদের মূত্রথলির সংক্রমণ, যৌনাঙ্গে সংক্রমণ এবং হৃদ্‌রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরুষদের তুলনায় চার গুণ বেশি। শুধু তা-ই নয়, অনিয়ন্ত্রিত ডায়াবিটিস থাকলে অনিয়মিত ঋতুচক্র, বন্ধ্যাত্ব এবং মিলনে অনীহাও দেখা যায়।

Advertisement

পুষ্টিবিদদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবিটিসকে নিয়ন্ত্রণে আনতে খাবার সময় এবং খাবার ধরন, এই দুটি বিষয়ের উপর নজর দিতে হয়। যেহেতু মহিলাদের সংক্রমণজনিত সমস্যাগুলি বেশি, তাই সংক্রমণ রোধ করতে পারে এমন খাবার বেশি করে খেতে পরামর্শ দেন তাঁরা। ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে মিষ্টিজাতীয় খাবার কম খাওয়া এবং গোপনাঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।

ডায়াবিটিসে আক্রান্ত মহিলাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি?

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে, হৃদ্‌রোগ সংক্রান্ত জটিলতাও বেড়ে যেতে পারে। কারণ, দীর্ঘ দিন ধরে এই রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে রক্ত জালিকাগুলি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধমনীর মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত ভাবে রক্ত প্রবাহিত হতে থাকে, রক্ত চাপ বেড়ে যায়। সেখান থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement