প্রসবের পর টানা ১৮ বছর যন্ত্রণার শিকার মহিলা। ছবি: শাটারস্টক।
সন্তান প্রসবের প্রায় দুই দশক পরেও তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন মহিলা। অবশেষে তিনি জানতে পারলেন, প্রসবের অস্ত্রোপচারের সময় তাঁর শরীরে রয়ে গিয়েছিল একটি সিরিঞ্জের সুচ। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের নারাথিওয়াটে। সম্প্রতি ওই মহিলা ‘পেভিনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন’ সংস্থার কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়ে সাহায্য চান। মহিলা সংস্থাটিকে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে ১৮ বছর আগে। তাঁর প্রসবের অস্ত্রোপচারেরসময় এক জন নার্স ভুলবশত তাঁর শরীরের ভিতর একটি সিরিঞ্জের সুচ ফেলে দিয়েছিলেন, চিকিৎসক সঙ্গে সঙ্গে সেটি বার করার চেষ্টা করলেও তিনি সফল হননি। মহিলা জানান, প্রসবের অস্ত্রোপচারের সময় তাঁর অত্যধিক মাত্রায় রক্তক্ষরণ হচ্ছিল, তাই চিকিৎসক তাড়াহুড়ো করেই তাঁর সেলাই শুরু করে দেন, ফলে সুচটি তাঁর যৌনাঙ্গেই রয়ে যায়।
তবে সেই সময় মহিলা এই ঘটনার বিষয় কিছুই জানতেন না। প্রায় দুই দশক ধরেই তলপেটের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন তিনি। গত বছর যন্ত্রণার তীব্রতা সহ্য করতে না পেরে অন্য এক চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি এক্সরে করান। তখনই ওই মহিলা গোটা বিষয়টি জানতে পারেন। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সুচটি বার করার চেষ্টা করলেও, সেটির অবস্থান বার বার বদলে যাওয়ার কারণে অস্ত্রোপচার সফল হয়নি। এই সমস্যার কারণে ওই মহিলাকে প্রতি মাসে চার বার করে হাসপাতালে যেতে হয়।
তবে এই চিকিৎসার খরচ আর চালাতে পারছেন না ওই মহিলা। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য বিমার সমস্ত টাকা খরচ হয়ে গিয়েছে। তাই তিনি ‘পেভিনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন’ সংস্থার কাছে সাহায্য চেয়েছেন। তবে মহিলা এখনও ওই হাসপাতালের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করেননি।