পোষ্যের জন্য হাতের কাছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখেন কি? ছবি:ফ্রিপিক।
আচমকা কেটে গেলে, পুড়ে গেলে বা পড়ে গিয়ে ব্যথা পেলে যা যা হাতের কাছে দরকার, প্রাথমিক চিকিৎসার সেই সব সরঞ্জাম প্রায় সব বাড়িতেই কমবেশি থাকে। তার কারণ, এই সব কিছুই যে কোনও সময় ঘটতে পারে। সঙ্গে রাখা থাকে জরুরি অবস্থায় ব্যবহারের মতো সাধারণ ওষুধও। কিন্তু সে সব তো মানুষের জন্য। বাড়ির পোষ্যের জন্য আলাদা করে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখার কথা ভেবেছেন কি! সারমেয় শাবক কিন্তু মনুষ্যসন্তানের চেয়ে কম চঞ্চল নয়। লাফালাফি, দৌড়দৌড়িতে আচমকা সে পড়ে যেতে পারে। হাত-পা-ও ভাঙতে পারে। জরুরি অবস্থা, কখন, কী ভাবে আসবে তা কি বলা সম্ভব?
পশুচিকিৎসক দীপক সারস্বত বলছেন, ‘‘শুধু বাড়িতে নয়, এমনকি পোষ্য সারমেয়কে নিয়ে বেড়াতে গেলে, ক্যাম্পিং-এর আয়োজন করলেও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা ভীষণ জরুরি।’’
কী কী রাখা দরকার এতে?
আর কী রাখবেন?
তুলো: ক্ষতস্থান পরিষ্কার করা হোক বা রক্তপাত বন্ধ করতে সেই স্থান চেপে ধরা, তুলোর দরকার সবসময় হয়। সঙ্গে রাখুন সুতির পরিষ্কার কাপড়। ক্ষতস্থান পরিষ্কার করা বা যন্ত্রপাতি ধোয়ামোছা করতেও অনেক কাজে লাগবে।
মাইক্রোপোর টেপ: ক্ষতস্থান পরিষ্কারের পর এই টেপ উপর দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এটি অত্যন্ত কাজের জিনিস।
হটব্যাগ: পোষ্যের অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। পড়ে গিয়ে লাগতে পারে। হটব্যাগ ব্যাথার সময় আরামদায়ক হয়ে ওঠে।
মাজল: পড়ে গিয়ে চোট পেলে, পায়ের হাড় ভাঙলে সেখানে ব্যান্ডেজ বাঁধতে হতে পারে, ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। কিন্তু ব্যথা, যন্ত্রণার চোটে সে সময় আদরের পোষ্য কিন্তু তার অভিভাবককেও কামড়ে দিতে পারে। ফলে পোষ্যের মুখ আটকে দেওয়ার মাজল চিকিৎসা সরঞ্জামের বাক্সে রাখা জরুরি।
ওষুধ: চিকিৎসকের পরামর্শমতো জরুরি কিছু ওষুধ মজুত রাখুন বাক্সে। যাতে প্রয়োজনে হাতের কাছে মেলে।
আঘাত লেগে রক্তপাত হলে কী করবেন?
প্রথমেই ক্ষতস্থান অ্যান্টিসেপ্টিক ওয়াইপ্স দিয়ে পরিষ্কার করে নিন।
রক্ত বন্ধ করার জন্য পরিষ্কার কাপড় সেখানে চেপে ধরুন। তুলো দেওয়া যায় ঠিকই, কিন্তু পরে তুলোর রোঁয়া ক্ষতস্থানে আটকে গেলে বার করা মুশকিল। তাই কাজটি সাবধানে করতে হবে।
রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ অথবা টেপ লাগিয়ে দিতে হবে। কোথায় আঘাত লেগেছে তার উপর নির্ভর করবে ব্যান্ডেজ প্রয়োজন না টেপ। সঙ্গে একটি নরম বিছানার চাদর রাখতে পারেন। যদি প্রয়োজন হয়, পোষ্যকে তার মধ্যে শুইয়ে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে।