কেন অনামিকাতেই পরা হয় এনগেজমেন্ট রিং?

বিয়ের আংটি কোন আঙুলে পরেন আপনি? এটাও কি একটা প্রশ্ন হল? সকলেই জানেন উত্তরটা। অনামিকায়। এনগেজমেন্ট রিং সকলেই অনামিকাতেই পরেন। ছোট থেকেই আমরা জেনে এসেছি বিয়ের আংটির নির্দিষ্ট এবং উপযু্ক্ত স্থান শুধুই অনামিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৫
Share:

বিয়ের আংটি কোন আঙুলে পরেন আপনি? এটাও কি একটা প্রশ্ন হল? সকলেই জানেন উত্তরটা। অনামিকায়। এনগেজমেন্ট রিং সকলেই অনামিকাতেই পরেন। ছোট থেকেই আমরা জেনে এসেছি বিয়ের আংটির নির্দিষ্ট এবং উপযু্ক্ত স্থান শুধুই অনামিকা।

Advertisement

কেন বলুন তো? এর পিছনেও রয়েছে সুন্দর কিছু কারণ। প্রাচীন কাল থেকে হাতের পাঁচ আঙুলের সঙ্গে জীবনের পাঁচ গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে থাকার ইঙ্গিত রয়েছে।

হাতের অঙ্গুষ্ঠা বা বুড়ো আঙুল নির্দেশ করে অভিভাবক অর্থাত্ বাবা, মাকে।

Advertisement

তর্জনী নির্দেশ করে ভাই-বোনদের। কনিষ্ঠা নির্দেশ করে সন্তানদের। আর অনামিকা নির্দেশ করে নিজেদের এবং আমাদের জীবনসঙ্গীকে।

এ বার বুঝেছেন তো কেন অনামিকাতেই পরা হয় বিয়ের আংটি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement