coronavirus

একটার বদলে দু’টো মাস্ক পরা কি বেশি কার্যকরী? কী বলেছেন বিশেষজ্ঞরা

সম্প্রতি জোড়া মাস্ক পরার পরামর্শ দিয়েছেন আমেরিকার সিডিসি। একই কথা বলেছেন আমেরিকার সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৭:০৯
Share:

জোড়া মাস্ক। ছবি—শাটারস্টক।

সম্প্রতি জোড়া মাস্ক পরার পরামর্শ দিয়েছেন আমেরিকার সিডিসি। একই কথা বলেছেন আমেরিকার সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিও। সার্জিক্যাল মাস্ক ভাইরাস আটকানোর জন্য কার্যকরি। তবে পরার সময় কানের পিছনে পেঁচিয়ে যদি পরা যায়, তা হলে মুখে আরও চেপে বসে। এতে ভাইরাস আটকানোর ক্ষেত্রে কার্যকারিতা আরও বেড়ে যায়। তেমনই একটা উপর আরেকটা মাস্ক পরলে শরীরে ভাইরাস ঢোকার সম্ভাবনা আরও কম হয় বলে মনে করেছেন অনেকেই। তাই নিঃশ্বাস নিতে অসুবিধা হলেও অনেকেই এখন একটা সার্জিক্যাল মাস্কের উপর আরেকটা কাপড়ের মাস্ক পরছেন।

Advertisement

কী ভাবে পরবেন

যে কোনও মাস্ক একটার উপর আরেকটা পরে নিলে চলবে না। দু’টো কাপড়ের মাস্ক পরপর পরলে কোনও লাভ নেই। একটা সার্জিক্যাল মাস্কের উপর আরেকটা কাপড়ের মাস্ক পরতে হবে। দু’টো সার্জিক্যাল মাস্কও একসঙ্গে পরতে যাবেন না। তাতে শ্বাস নিতে সমস্যা হবে। আর এন৯৫ মাস্ক দু’টো পরপর পরা যায় না। বা এন৯৫ মাস্কের উপর অন্য কোনও মাস্কও পরার প্রয়োজন নেই।

Advertisement

গ্রাফিক- শৌভিক দেবনাথ

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement