Weightloss

Weight loss: মেদ ঝরাতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ফলগুলি

ফল খেতে ভালবাসেন? ওজন কমাতে পারেন ফল খেয়েই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৩:৩৯
Share:

ছবি-- সংগৃহীত

মেদ ঝরাতে অনেকেই প্রচুর কসরত করেন। নিয়মিত ব্যায়াম, শরীরচর্চাও করেন। পরিবর্তন আনেন খাদ্যাভ্যাসেও। এত কিছু করার বদলে প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ফল রাখতে পারেন। যেগুলি ওজন ঝরাতে সাহায্য করবে। কী সেগুলি?

শসা: হজমশক্তি বৃদ্ধিতে শসার জুড়ি মেলা ভার। আলসার, গ্যাসস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয় শসা। ওজন কমাতেও সাহায্য করে।

Advertisement

কলা: কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে। যা দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। ফলে ওজন কমে। তবে দিনে সর্বোচ্চ দু’টির বেশি কলা খাওয়া উচিত নয়।

প্রতীকী ছবি

আপেল: ফাইবার ও ভিটামিনে সমৃদ্ধ আপেল। রোজ সকালে এই ফল খাওয়া শরীরের পক্ষে ভাল। আপেল রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এটি ওজন কমাতেও সাহায্য করে।

Advertisement

পাতিলেবু: প্রতিদিন সকালে উঠে ঈষদুষ্ণ জলে ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে তাড়াতাড়ি।

বেদানা: যাঁরা রক্তাল্পতায় ভোগেন, তাঁদের জন্য বেদানা খুবই উপকারী। এ ছাড়া ওজন কমাতেও সাহায্য করে বেদানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement