Money Plant Leaves turning Yellow

আচমকা মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কী করে গাছ বাঁচাবেন?

অন্দরসজ্জার জন্য রাখা মানি প্ল্যান্টের পাতা আচমকা কেন হলুদ হয়ে যাচ্ছে? এমন হলে কী করা দরকার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:২৫
Share:
মানিপ্ল্যান্টের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে? কী করবেন?

মানিপ্ল্যান্টের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে? কী করবেন? ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই দিব্যি সতেজ ছিল মানি প্ল্যান্ট গাছ। হঠাৎ করে শুরু হল পাতা হলদে হয়ে যাওয়া। দু’দিনেই পাতা ঝরে অর্ধেক হয়ে গেল। এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। তবে এর সমাধান চাইলে খুঁজতে হবে পাতা হলুদ হওয়ার কারণ কী?

Advertisement

জল: অতিরিক্ত জলের জন্যও মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে। এমনিতে এই গাছ কম যত্নেই বেড়ে ওঠে। জলও খুব বেশি দিতে হয় না। তবে গোড়ায় জল বসলে, পাতা হলদে হয়ে যেতে পারে। জল দেওয়ার আগে দেখে নেওয়া দরকার টবের মাটি শুকনো কি না। ভিজে থাকলে জল দেওয়া যাবে না। পাশাপাশি টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার।

আর্দ্রতার হেরফের: ঘরে যে জায়গায় গাছ রেখেছেন সেখানে দীর্ঘ ক্ষণ এসি চললে আর্দ্রতা কমে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে গাছেও। শুধু হলুদ নয়, কখনও কখনও মানি প্ল্যান্টের পাতা বাদামি হয়ে শুকিয়ে যায়। ঘরে এসি চালাতে হলে সেখানে পাত্রভর্তি জল রাখতে পারেন, যাতে ঘরের আর্দ্রতা বজায় থাকে। না হলে গাছটি অন্যত্র রাখতে পারেন।

Advertisement

সূর্যালোক: অন্দরে বেড়ে ওঠে বলে এই গাছের জন্য একেবারে সূর্যালোকের দরকার নেই তা কিন্তু নয়। বরং গাছটি রাখুন জানলার ধারে। যেখানে হালকা রোদ, আলো-হাওয়া আসে। পর্যাপ্ত সূর্যালোকের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে।

পুষ্টির অভাব: গাছ তার বেড়ে ওঠার পুষ্টি পায় মাটি থেকে। সে কারণেই সার দেওয়ার প্রয়োজন হয়। কখনও যদি মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি না পায় তা হলে গাছের পাতা হলদে হয়ে ঝরে যেতে পারে। জৈব বা বাজারচলতি রাসায়নিক সার মানি প্ল্যান্টে দেওয়া যায়। তবে তার মাপ ঠিক হওয়া দরকার। মাসে এক বার পরিমিত সার প্রয়োগ করতে পারেন। সার হিসাবে চায়ের জল ব্যবহার করা যায়।

পোকার আক্রমণ: মানিপ্ল্যান্টে মিলি বাগ্‌স, স্পাইডার মাইটসের আক্রমণ হলেও গাছের পাতার রঙে পরিবর্তন আসতে পারে। গাছ শুকিয়ে পাতা ঝরে যেতে পারে। এ ক্ষেত্রে সমাধান হল নিম জল স্প্রে করা। সাবান জলও গাছে স্প্রে করতে পারেন।

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গেলে, আগে তার কারণ খুঁজতে হবে। কারণ অনুযায়ী সমাধানের উপায় বার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement