coronavirus

করোনা হয়েছে সন্দেহ হলে কী কী করবেন, কোন কোন কাজ নিষেধ?

করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ হলে প্রাথমিক ভাবে কী করবেন, এটা জানা জরুরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৮:৫৭
Share:

করোনাভাইরাসে আক্রান্ত হলে মেনে চলুন কিছু নিয়ম। ছবি: পিটিআই।

করোনা-আতঙ্কে ভুগছে গোটা দেশ। এই অবস্থায় অসুখ ঠেকানোর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ হলে প্রাথমিক ভাবে কী করবেন, এটা জানাও জরুরি।

Advertisement

অসুস্থদের একা একা সরাসরি হাসপাতালে চলে যেতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। এতে হাসপাতালে থাকা অন্যান্য রোগীর শরীরেও এই ভাইরাস প্রবেশ করার আশঙ্কা তৈরি হবে।

তা হলে কী করবেন? রইল সে সবের হদিশ।

Advertisement

আরও পড়ুন: সাধারণ ফ্লুয়ের সঙ্গে করোনার কী মিল, অমিলই বা কোনগুলো?

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

• জ্বর-সর্দি-কাশি ও অন্যান্য উপসর্গ শরীরে দেখা দেওয়ার পর নানা ওষুধেও অনেক দিন না সারলে তখন তা ভাবনার। এটি সাধারণ ফ্লু না কি করোনা গ্রুপের কোভিড-১৯ তা বোঝা যায় পলিমারেস চেন রিঅ্যাকশন বা ‘পিএসআর’ পরীক্ষা করিয়ে। তাই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার পরেও অসুস্থতা না কমলে চিকিৎসককে জানিয়ে রাখুন। তার পর রাজ্য সরকারের চালু করা হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের অবস্থা জানান।

হেল্পলাইন নম্বর: ১৮০০০৩১৩৪৪৪২২, ০৩৩২৩৪১২৬০০। মেল করতে পারেন ncov2019@gmail.com-এও।

• খবর পেলেই জেলার দায়িত্বে থাকা মে়ডিক্যাল অফিসার আপনার কাছে আসবেন ও অবস্থা বুঝে অন্যত্র চিকিৎসার জন্য পাঠাবেন। তিনিই শরীরের অবস্থা দেখে ঠিক করবেন, এই মুহূর্তে কেমন চিকিৎসা আপনার প্রয়োজন।

আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন? করোনায় আক্রান্ত নন তো? কী করে বুঝবেন​

• সাধারণ অ্যাম্বুল্যান্স নয়, সরকারের তরফে পাঠানো অ্যাম্বুল্যান্সেই রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

• সেখানে স্যাম্পল টেস্ট করার পর করোনায় আক্রান্ত কি না বোঝা যাবে। অসুখ ধরা পড়লে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকরাই ঠিক করবেন রোগীকে হাসপাতালে রাখা হবে না কি বাড়িতে রেখেই চালানো যাবে চিকিৎসা।

• অসুখ ধরা পড়ার পর অন্তত ১৪ দিন বিশ্রাম নিতে হবে ও প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে। চলতে হবে চিকিৎসকের পরামর্শ মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement