Skin care

Skin Care: মুখে বলিরেখা দেখা দিচ্ছে? মুসুর ডাল বাটা মেখে দেখুন

ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। ত্বকের আর্দ্রতা বাড়াতে সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ২০:০২
Share:

প্রতীকী ছবি।

বাহারি ক্রিম কিংবা ফেসপ্যাক লাগানোর চল হয়েছে হালেই। এক কালে বিভিন্ন বা়ড়িতেই স্নানের আগে ডাল বাটা মুখে মাখার চল ছিল। তা দিয়েই নিজেদের ত্বকের যত্ন নিতেন বিভিন্ন বাড়ির মেয়েরা। কিন্তু তাতে ঠিক কী হয়? কী ভাবে ত্বকের যত্ন নেয় এই জিনিসটি?

Advertisement

১) মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে এই বস্তুর জুড়ি মেলা ভার। দু’-তিন সপ্তাহ টানা ডাল বাটা মাখলে দিব্যি আবার টানটান হবে ত্বক।

২) ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডাল বাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্রতা পাবে।

Advertisement

৩) পরপর রোদে বেরোলে আলগা পোড়া দাগ পড়বেই। মুসুর ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই সেই দাগ গায়েব হবে।

প্রতীকী ছবি।

কী ভাবে তৈরি করবেন মুসুর ডালের ফেসপ্যাক?

ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল।

কী ভাবে ব্যবহার করবেন?

স্নানের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভাল। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক মাখা যায়। ১৫-২০ মিনিট রাখলেই মুখে শুকিয়ে যাবে প্যাক। তার পরে ধুইয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement