লেবুপাতার অনেক গুণ ছবি: সংগৃহীত
পাতি লেবু ভিটামিন সি-এ ভরপুর। লেবুর রস রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু শুধু লেবু নয়, লেবুপাতারও অনেক গুণ। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
• অনেকেরই চলন্ত গাড়িতে উঠলে বমি পায় বা বমি-বমি ভাব হয়। লেবুপাতায় তাঁদের উপকার হতে পারে। সেই সময়ে এই পাতার গন্ধ শুঁকলে কিছুটা ভাল লাগতে পারে।
• সকালে খালি পেটে লেবুপাতার রস খেলে ওজন কমতে পারে। তবে অল্প পরিমাণে খাওয়া উচিত। বেশি নয়।
• দাঁত হলদে হয়ে গিয়েছে? লেবুপাতার রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। পরিষ্কার হবে।
• কৃমির সমস্যার সমাধান হতে পারে লেবুপাতা। এই পাতার ১০ গ্রাম রসের সঙ্গে ১০ গ্রাম মধু মিশিয়ে খেলে কৃমির সমস্যাও কমবে।
• রোদে বেরলেই যাঁদের মাথাব্যথার সমস্যা হয়, তাঁরা রাতে অল্প পরিমাণে লেবুপাতার রস কপালে মাখতে পারেন। মাথাব্যথা কমবে।