DISEASE X

‘ডিজ়িজ় এক্স’ প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে রাজ্য

পরবর্তীকালে কোন রোগ আবার ‘ডিজ়িজ় এক্স’-এর চেহারা নেয়, তা নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

Advertisement

দেবাশিস ঘড়াই

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০১:৪৬
Share:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘প্রায়রিটি ডিজ়িজ়েস’-এর তালিকাতেও এই ‘ডিজ়িজ় এক্স’-এর উল্লেখ রয়েছে।

‘ডিজ়িজ় এক্স’— সংক্রামক রোগের উৎকর্ষকেন্দ্র তৈরি করার ক্ষেত্রে এই রোগই এখন ভাবাচ্ছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। এই মুহূর্তে ‘ডিজ়িজ় এক্স’ হল কোভিড ১৯। পরবর্তীকালে কোন রোগ আবার ‘ডিজ়িজ় এক্স’-এর চেহারা নেয়, তা নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

Advertisement

কিন্তু এই ‘ডিজ়িজ় এক্স’ কী?

বিজ্ঞানী মহল জানাচ্ছে, এটি এমন একটি সংক্রামক রোগ, যা সারা বিশ্বে ছড়িয়ে যাবে, অথচ সেই রোগ সম্পর্কে আগাম কোনও আভাস থাকবে না। ঠিক যেমন হয়েছে কোভিড ১৯-এর ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘প্রায়রিটি ডিজ়িজ়েস’-এর তালিকাতেও এই ‘ডিজ়িজ় এক্স’-এর উল্লেখ রয়েছে। যেখানে বলা হচ্ছে, কোনও প্যাথোজেনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোনও সংক্রামক রোগ যা মানুষের কাছে এখনও পর্যন্ত অচেনা, তা-ই হল ‘ডিজ়িজ় এক্স’।

Advertisement

বিজ্ঞানী মহল জানাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্যাথোজেনের আগ্রাসন যে ভাবে বেড়েছে, তাতে এটা স্পষ্ট, যে কোনও মহামারি যে কোনও সময়ে ছড়িয়ে পড়তে পারে। ২০১৮ সালে স্প্যানিশ ফ্লু-র শতবর্ষে প্রকাশিত মহামারি সংক্রান্ত বিশেষ নথিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট পূর্বাভাস ছিল, মহামারি অবশ্যম্ভাবী। কিন্তু সেটা কবে, কোথায় তা বলা মুশকিল। দু’বছর পরে কোভিড ১৯ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণ করেছে।

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে রোগীর সংখ্যা, ডাক্তার ঘাটতির আশঙ্কা

পরিসংখ্যানই বলছে, গত চার দশকে ১৮টি নতুন প্যাথোজেন চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর কমপক্ষে পাঁচটি সংক্রামক রোগের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। সংক্রামক রোগের উৎকর্ষকেন্দ্র তৈরির ক্ষেত্রে এই সমস্ত তথ্যই মাথায় রাখা হচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, ‘‘কোভিড ১৯ কী ভাবে হয়, কী ভাবে ছড়ায়, সেটা তো কেউই জানত না। তাই সংক্রামক রোগ নিয়ে এমনি আলোচনা করে তো কোনও লাভ নেই। তা নিয়ে গবেষণা ও সেই সঙ্গে প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’’

আর সেই সূত্রেই চলে আসছে ‘ডিজ়িজ় এক্স’-এর প্রসঙ্গ। এ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা থাকলেও কোভিড ১৯ বুঝিয়েছে, এমন রোগের আসল চেহারা কী হতে পারে। নিপা ও ইবোলা অবশ্য আভাস দিয়েছিল। কারণ ওই দু’টি রোগের মারণক্ষমতা। কিন্তু নিপা ও ইবোলা সেই অর্থে সর্বব্যাপী নয়। ফলে তাদের মাধ্যমে ‘ডিজ়িজ় এক্স’-কে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর সংক্রামক রোগ চিকিৎসক সায়ন্তন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘এখন ডিজ়িজ় এক্স হল কোভিড ১৯! আগামিদিনে সেটা অন্য কোনও রোগও হতে পারে।’’

আরও পড়ুন: দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের নিয়ে রাজ্যগুলিকে ফের সতর্ক করল কেন্দ্র

আর সেই রোগের মোকাবিলার জন্যই উৎকর্ষকেন্দ্রে কাজ করা হবে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। কী ভাবে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে করোনা আবহের মধ্যেই তা নিয়ে স্বাস্থ্যকর্তারা সম্প্রতি বৈঠকেও বসেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘যে রোগগুলো সম্পর্কে জানা নেই, সে ব্যাপারে তো আগাম কিছু করা সম্ভব নয়। তাই ভবিষ্যতে যে সমস্ত সংক্রামক রোগ হবে, উৎকর্ষকেন্দ্রের মাধ্যমে তা প্রতিরোধের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement