Friend

সামাজিক মেলামেশা বন্ধ করেও বন্ধুর পাশে থাকা যায়, কী ভাবে

কঠিন সময়ে বন্ধুত্ব অটুট রাখার পথ খুঁজে নেওয়া যায় অন্য ভাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২০:৪৪
Share:

দূর থেকে রাখা যায় বন্ধুত্ব। ফাইল চিত্র

অতিমারি আতঙ্ক বাড়িয়েছে। এ সময়ে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোই ভাল। বন্ধুবান্ধবের সঙ্গে হুল্লোড়, আড্ডা তো নয়ই। কিন্তু এই সামাজিক দূরত্ব অনেকেরই মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একেই অতিমারির চিন্তা। অসুস্থতার ভয়। ভেসে আসা খারাপ খবর। তার মধ্যে তো মন হাল্কা করতে পারে বন্ধুর সঙ্গে কাটানো দুটো ঘণ্টা। কবে দূরে সরবে ভাইরাস, তত দিনে কি দূরত্ব তৈরি হয়ে যাবে বন্ধুদের সঙ্গেও? এমন বহু চিন্তাই ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে। তবু নিজেকে আটকাতে হবে। তবে কঠিন সময়ে বন্ধুত্ব অটুট রাখার পথ খুঁজে নেওয়া যায় অন্য ভাবে।

Advertisement

এ সময়ে বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। নিজের এবং বন্ধুর, দু’জনেরই ভাল থাকা অনেকটা নির্ভর করে তার উপরেই। কী করা যেতে পারে?

১) রোজ নিয়ম করে ফোন করা যায় তাঁকে

Advertisement

২) বন্ধুর বাড়িতে কেউ অসুস্থ হলে সাহায্য করা যায় বাড়ি থেকে

৩) বন্ধু কথা বলতে চাইলে তা মন দিয়ে শুনতে হবে এ সময়ে

৪) ভাল কোনও গান শুনলে, তাঁকেও পাঠান। মন ভাল হবে দু’জনের

৫) ভিডিয়ো কলে কখনও মুখোমুখি বসে আড্ডার বন্দোবস্তও মন্দ নয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement